11-12-2022, 02:40 PM
(11-12-2022, 09:13 AM)ambrox33 Wrote: · সৃষ্টির শুরু থেকেই মা-সন্তানের বন্ধন চিরন্তন, শাশ্বত। বাবা না থাকলে প্রৌঢ়া জন্মদাত্রীর সাথে যুবক ছেলের সেই বন্ধন আরো গভীর থেকে গভীর হওয়া উচিৎ। স্বর্গ সুখের সাগর দুজন গড়া তোলা। মায়ের কাছে সন্তান শুধু তখন অবুঝ শিশুই নয় একটা তাগড়া যুবক । কথা আছে মা তো সুখের সাগর ভালোবাসার ঢেউ। সেই মার স্বর্গীয় মধু ভান্ডার ছেলের বৈঠা প্রবেশ করিয়ে মাকে তীব্র সুখে ভাসিয়ে দেওয়া জীবনের স্বপ্ন কাম্য।
''সবই তো বুঝলম , কিন্তু তু মুরগীটো মাল্লি কেনে বল্ ...'' - আদিবাসী লোকটি বারবার এটিই বলে চলেছিল । - তো , ওমনিই বলছি - সব-ই বোঝা গেল , কিন্তু , মাথায় রাখতে হবে - ১. মানুষই সেই প্রাণী যে কিনা সবচাইতে বেশি পরিমাণে 'গ্রে-ম্যাটার' - মস্তিষ্ক - পেয়েছে । ২. মানুষই সেই প্রাণী যে কিনা রীতি-নীতিবদ্ধ সমাজ তৈরি করেছে । ৩. 'জননীত্ব' বা '''যোনীনিত্ব'' হয়তো বায়ো-কেমিক্যাল ক্রিয়াকলাপ । কিন্তু , '' মা তৃ ত্ব '' - ওগুলির সাথে একটি X-Factor-এর মিশ্রণ । . . . . আমার মত আপনি মানবেন-ই এ দাবী করছিইইই না । - সালাম জনাবজী ।