11-12-2022, 08:20 AM
(10-12-2022, 07:25 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:
এ আমি কী দেখিলাম! জন্ম জন্মান্তরেও ভুলিব না! আমার মত নিতান্তই দীন হীনকে কেহ আস্ত একখানি পর্ব্ব উৎসর্গ করিয়া দিয়াছে!
জানেন, আপনার উত্তরের অর্থ বুঝিতে বুঝিতে প্রায়শঃই আমার বহু সময় লাগিয়া যায়, তবু শেষ অবধি মাথা চুলকাইয়া কিছু অংশ বুঝিতে পারি কিন্তু এই কার্য্যের অর্থ কিছুতেই বুঝিলাম না। অন্য কোন মহাবীর্য্য নহে তো?
পর্ব পড়িয়া যারপরনাই আপ্লুত হইয়াছি, তবে পঞ্চসতী ইহাতে নাই বোধকরি। যেইহারে পুরুষ জাতের ব্রহ্মচর্য লহিয়া কটাক্ষ করিলেন তাহাতে গম্ভীর হইয়া অট্টহাসি আসিল।
প্রথমত , পঞ্চসতী প্রাসঙ্গিক কথা জানিয়েছি ''সতী শর্মিলা'' থ্রেডে । সম্ভবত আপনার অতি-ব্যস্ততায় সেটি দৃষ্টিপথে আসিতে পারে নাই । -
দ্বিতীয়ত , ''উত্তরের অর্থ বুঝিতে বুঝিতে প্রায়শঃই বহু সময় লাগিয়া যায়...'' - স্বাভাবিক । অপরকে ''বুঝাইয়া দিবার'' শৈলি অদ্যাবধি সায়রার অধিগত নহে যে ।-
তৃতীয়ত , ''অন্য কোন মহাবীর্য্য নহে তো ?'' - এটি , অতি অবশ্যই বিনয়ের পরাকাষ্ঠা প্রদর্শণ ? - নচেৎ , ''অন্য কোন মহাবীর্য্য'' শব্দত্রয় আসিল কীভাবে ?!! - ''মহাবীর্য'' জনাবজী তো - ''একম্'' এবং সংশয়াতীতরূপে - '' অ দ্বি তী য় ম্ '' । - শুভম্ - সালাম ।