11-12-2022, 12:18 AM
(This post was last modified: 11-12-2022, 12:32 AM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-12-2022, 03:54 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: একটি কাহিনীর পাঠকসংখ্যা বুঝাইয়া দেয় সেই কাহিনীটি লোকে পছন্দে করিতেছে নাকি করে নাই। আপনাদিগের মন্তব্য উহা বুঝিতে আরই সাহায্য করে। এখনও পর্যন্ত্য যাহা বুঝিতেছি নন-ইরোটিক এই কাহিনীটি হয়তো আপনাদের মনে ধরিতেছে না, পাঠক সংখ্যা কমিতে কমিতে শূণ্যে না নামিয়া যায় সেই ভয় পাইতেছি। তবু আপনারা যাঁহারা পড়িতেছেন, তাঁহারা যদি সামান্য কষ্ট করিয়া একটি মন্তব্য করিয়া দেন তো বাধিত হই।
এই নিয়ে একদা আমিও অনেক ভেবেছি ভায়া। আমার লিখিত নন - ইরোটিক ও ইরোটিক এর মধ্যে পাঠকদের সংখ্যার তফাৎ অনেক। তখন ভেবেছি আর এগোবো না এদিকে। কিন্তু তারপরে যখন দেখেছি যারা যারা পড়েছে তাদের অনেকেরই কমেন্ট জ্বলজ্বল করছে। সেগুলো দেখে পুনরায় অনুপ্রেরণা পেয়েছি ও একের পর এক লিখে গেছি। তুমি যখন সেসব পড়া শুরু করবে নিজেই বুঝতে পারবে। আমি সেদিন হাল ছেড়ে দিলে এতগুলো অন্যরকম লেখা কি এক পর্যন্ত লিখতে পারতাম? তোমায় pm করে যেটা লিখেছি সেটা সেটা নিয়ে ভেবো। ঐভাবে এতো তাড়াতাড়ি কোনো ডিসিশন নিওনা যেন।
আমি আগেই বলেছি পাঠক সংখ্যায় পরিবর্তন আসবে কিন্তু কিছু মানুষ সর্বদা মনে রেখে দেবে তোমায়। তোমার লেখা হোক তাদের জন্য। তাই লিখে যাও।
এবারে আসি পর্বে আবারো মনকারা পর্ব একটা!! হটাৎ সন্তানের ইউ পরিবর্তন গুরুজনের পক্ষে মেনে নেওয়া কষ্টকর তাই ওই শেষের অংশটুকু বেশ মজার ছিল কিন্তু তার পূর্বের বাকি সমস্ত অংশটুকু সত্যিই মানুষ হিসেবে চিনতে শেখায়। আজ যা শক্ত কাল তাই সরল হতে বাধ্য। শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে। সাথে যদি ভালোবাসাও বৃদ্ধি পায় সেই কাজের প্রতি তবে তো কথাই নেই!!
এমন গল্প এখানে দেখে আমার এক সত্তা বলছে এসব কি দেখছি এখানে!! আরেক সত্তা বলছে ওরে পাগলা তুইও তো এই পাগলের দলেই পড়িস