10-12-2022, 11:24 PM
(10-12-2022, 01:06 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: বিশ্বকাপ থাকায় আমা ন্যয় শম্বুক পাঠকের একটাই শান্তি, উহা আপনার ন্যয় শশক লেখকবর্গকে কিঞ্চিৎ ঢিমেতালে লিখিতে বাধ্য করিয়াছে। পর্ব্ব ১ হইতে সম্ভবতঃ ৩ অবধি পড়িয়াছিলাম, ইহার মধ্যে দেখি ৬ আসিয়া গিয়াছে। আরও আসিবার ঘোষণাও আছে! অগত্যা, আমাকেই শশক পাঠক হইতে হইবে!
তবে লিখিতেছেন অসাধারণ বলিলেও কম বলা হয়।বর্ণনাশৈলী মানসপটে চিত্র অঙ্কন করিয়া দিতেছে।
আমি আপ্লুত...
আপনার মন্তব্য পাইয়া নিজেকে ধন্য লাগিতেছে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।