10-12-2022, 07:33 PM
(10-12-2022, 07:29 PM)Somnaath Wrote: দেখো নাম তো আমারও অরিজিনাল দেওয়া আছে, তবে ছবি বা অন্য কিছু তো দেওয়া নেই। কিন্তু আমি হলাম একজন পাঠক, লেখক নই এবং জোর করে লেখক হওয়ার কোনো ইচ্ছাও নেই। কারণ ওটা আমার দ্বারা হবে না। এখানে আমার কথা হলো যেখানে সবাই মুখোশ পরে আছে সেখানে নিজেকে প্রকাশ করতে বড় ভয় হয়। তোমার কথা আলাদা, তোমার সঙ্গে কারোর তুলনা চলে না। কিন্তু আমি সর্বসাধারণের জন্য কথাটা বলেছি।
ভয় করাটাই তো স্বাভাবিক। নতুন জায়গা এবং অচেনা জায়গা, ভয় তো করবেই। তাছাড়া তুমি তো আর গল্প লিখতে যাচ্ছ না, তাই সবাইকে ডেকে ডেকে তোমার পরিচয়পত্র দেখানোর তো কোনো প্রয়োজন নেই। তুমি তো আর এখানে বন্ধুত্ব পাতাতে আসোনি। তুমি এখানে এসেছো তোমার মনের মতো গল্প গুলো পড়তে। তাই তোমার দিক দিয়ে তোমার অবস্থান একেবারে ১০০% সঠিক। আর ছদ্মনামে লেখার মধ্যে একটা আলাদা রোমাঞ্চ আছে .. এটা যারা ছদ্মনামে লিখে একমাত্র তারাই ফিল করতে পারবে। আমার মতো ব্যক্তিরা এটা ফিল করতে পারবে না।