10-12-2022, 07:20 PM
(10-12-2022, 07:08 PM)Somnaath Wrote: সেই ব্যক্তি তো তুমি নিজেই, যে নিজের অরিজিনাল নাম এবং ছবি দিয়ে রেখেছে প্রোফাইলে। কিন্তু তোমার কোনোদিন মনে হয়নি এইরকম একটা ফোরামে এটা করা একটু রিস্ক হয়ে যাবে/গেছে?
রিস্ক? কিসের রিস্ক? আর এইরকম ফোরাম মানে? একটা কথা মনে রেখো .. এর আগে বিভিন্ন ওয়েব পত্রিকায় টুকটাক ছোট গল্প এবং কবিতা লিখলেও এই ফোরাম কিন্তু আমাকে উপন্যাস লিখতে শিখিয়েছে। দিনের পর দিন মাসের পর মাস একটা উপন্যাসকে প্রতি পর্বে বিভক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া এই ফোরাম আমাকে শিখিয়েছে। আগে থার্ডক্লাস (আমার মতে) লেখা লিখলেও পরবর্তীতে কিছুটা হলেও নিজের লেখার মান উন্নত থেকে উন্নততর করতে এই ফোরামই আমাকে শিখিয়েছে। তোমার বা তোমাদের কি ধারণা পরিচয় জানতে পারলে জনসমাজ তোমাকে বিদ্রুপ করবে? তোমাকে এড়িয়ে যাবে? কখনোই নয়। যারা প্রতিলিপি পড়ে, তাদের এই ফোরামেও অবিরত যাওয়া আসা আছে এবং তারা এখানকার লেখকদের সঙ্গে interaction করতে চায়। তুমি শুনলে অবাক হবে আমার একদম শুরুর দিকে থার্ডক্লাস উপন্যাসটা ছাড়া বাকিগুলোর পাঠকদের মধ্যে মহিলাদের সংখ্যা সব থেকে বেশি। তাই ঝুঁকিপূর্ণ হলে আমি কখনোই নিজের আসল ছবি এবং পরিচয় দিতাম না প্রোফাইলে .. এতটাও বোকা আমি নই।