10-12-2022, 06:24 PM
তবে সব শেষে এই ছবিটা থাক। ক্রোয়েশিয়ার ফুটবলার ইভান পেরিসিকের পুত্র খেলা শেষে দৌঁড়ে আসে তার স্বপ্নের নায়ক নেইমারের দিকে। তাকে আটকানোর চেষ্টা করে সিকিউরিটি। নেইমার বারণ করে। খুদে ফ্যান এগিয়ে আসে নেইমারের দিকে। তাকে হেরে যাওয়ার সমবেদনা জানায় জুনিয়র ইভান। নেইমার জড়িয়ে ধরে খুদে ফ্যানকে। এক মুখ হাসি আর রোমাঞ্চ নিয়ে ফিরে যায় আগামী প্রজন্ম।
আগামীর মধ্যে সঞ্চারিত হোক এই উন্মাদনা। লড়তে থাকুক বিশ্ব এই বাহানায়। গ্রেনেড, গুলি, পারমাণবিক অস্ত্রের চেয়ে ফুটবলের ৯০মিনিট লড়াই করা স্বাস্থ্যকর। অক্ষয় থাক দ্যা বিউটিফুল গেম!
---- ময়ূখ রঞ্জন ঘোষ