10-12-2022, 03:54 PM
একটি কাহিনীর পাঠকসংখ্যা বুঝাইয়া দেয় সেই কাহিনীটি লোকে পছন্দে করিতেছে নাকি করে নাই। আপনাদিগের মন্তব্য উহা বুঝিতে আরই সাহায্য করে। এখনও পর্যন্ত্য যাহা বুঝিতেছি নন-ইরোটিক এই কাহিনীটি হয়তো আপনাদের মনে ধরিতেছে না, পাঠক সংখ্যা কমিতে কমিতে শূণ্যে না নামিয়া যায় সেই ভয় পাইতেছি। তবু আপনারা যাঁহারা পড়িতেছেন, তাঁহারা যদি সামান্য কষ্ট করিয়া একটি মন্তব্য করিয়া দেন তো বাধিত হই।