10-12-2022, 02:33 PM
(10-12-2022, 12:46 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: আহা! কী লিখিয়াছ! বাবান 900 এর সহিত বাবান 2300 এর পার্থক্য সামান্য, শুধু যতিচিহ্নে। ভয়ের গল্প চাই, চাই রুদ্ধশ্বাস গল্প। এতবার বলিয়া মাথা খারাপ করিয়া দিয়াছিলাম কিন্তু উপভোগকে উপভোগের কথা একবারও বল নাই!
এখনও অবধি দুইটা পর্ব্ব পড়িলাম। একটাই পড়িতে চাহিয়াছিলাম কিন্তু শুরু করিবার পর কৌতূহল সম্বরণ করিতে না পারিয়া দ্বিতীয় পর্ব্বও পড়িতেই হইল আর কী, কিন্তু রাত্তির ঘন হইতেছে দেখিয়া আর ঝুঁকি নিলাম না বাদবাকী রবিবারের ছুটিতে পড়িব।
অনেক অনেক ধন্যবাদ মিত্র ♥️
আমি অবশ্যই বলিতাম এই স্বাদ উপভোগ করার জন্য। কিন্তু আগে তোমার লেখা সাথে অন্য গল্পের পাঠ সবমিলে ভেবেছিলাম পরে বলিব। কিন্তু দেখি তুমি স্বয়ং চক্ষুদান করিয়াছো এই কাহিনীতে। আশা করি ভয় ও কাম মিশ্রিত আমার এই সৃষ্টি তোমার হৃদয়ে জায়গা করিয়া নিবে সহিত একটু ভয়ও
পুরোটা পড়ে জানিও কেমন লাগলো।