10-12-2022, 01:02 PM
(09-12-2022, 08:44 PM)Baban Wrote: অন্যতম সেরা সৃষ্টি। হ্যা অনেক সরল এই লেখা কিন্তু এর মাঝেই লুকানো বহু ছাত্র ছাত্রীর হাহাকার। নিজের ইচ্ছা ভুল ত্রুটি গুন সব মিলিয়ে যখন হাতে অবশিষ্ট থাকে শুধুই হতাশা তখন হয়তো কোনো আলোকবিন্দু অপেক্ষায় থাকবে একদিন ঠিক সেই পথিক সন্ধান পাবেই। লক্ষে পৌঁছাক বা বিফল হোক তার ওই হন্টনই হইভ তাহার সেরা বিজয় ♥️♥️
ডায়েরি বলিয়াই সরলে আনিলাম আর বিজয়ের যা চরিত্র সেই অনুযায়ী বর্তমান ঘরানাই লিখায় উপযুক্ত, সে ডায়েরিতে জ্ঞানগর্ভে লিখিলে তাহার কাহিনীর সত্যতা আর যৌক্তিকতা লহিয়া প্রশ্ন উঠিয়া যাইবে তবে সূক্ষ্ম সূক্ষ্ম লেখন শৈলীর পরিবর্তন ঘটিবে যেমন যেমন বিজয় হন্টন দিবে