10-12-2022, 08:45 AM
(10-12-2022, 01:24 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: তাহা হইলে তো দেখিতেই হইতেছে। তবে পিপিং টমের কোন অনুচ্ছেদে উহা লিখিয়াছেন বলিলে এই অধমের পক্ষে খুঁজিয়া বাহির করা সম্ভবপর হইত। পিপিং টম এক বিস্তারিত উপন্যাস, সকল পর্ব্ব পড়িবার পর কি খুঁজিয়া পাইব? তাহা হইলে কিন্তু বিস্তর সময় লাগিয়া যাইবে দেবী।
'' বন্ধ ফিরিছে খুঁজিয়া আপন মুক্তি / মুক্তি মাগিছে বাঁধনের মাঝে বাসা ...'' - সম্ভবত এটিই বিশ্ব-রীতি ।- বহু অনুসন্ধানেও , আপাতত , বিফল-মনোরথ-ই হইতে হইলো । ''সতী'' অংশটি দৃশ্যমান হইলো না - নববধূর ব্রীড়ায় , যেন অবগুন্ঠনের মেঘ-আড়াল করিয়া , আপন বিধু-আননকে প্রকাশ্যে আনিলেন না । - অগত্যা , পুনর্বার সেই দীর্ঘ-শ্মশ্রুমন্ডিত ক্রান্তদর্শীরই শরণাপন্ন হইতেছি - '' যা হারিয়ে যায় তা আগলে বসে রইবো কতো আর....'' । - সায়রা-সালাম ।