10-12-2022, 01:24 AM
(05-12-2022, 07:38 PM)sairaali111 Wrote:সতীত্ব প্রসঙ্গটি - বিশেষত ''পঞ্চসতী'' - লইয়া কিঞ্চিৎ নাড়াচাড়া করিয়াছি ''পিপিং টম অ্যানি''র কোন এক স্হলে । নাতিদীর্ঘ ওই বিকলণ প্রকৃতপ্রস্তাবে 'কুব্জের উত্তানশায়িত হইবার বাসনা' - যাহা অক্ষমতার তর্কাতীত দৃষ্টান্ত । - তথাপি 'সাধ্য' কোনরূপ সহায়তা না করিলেও 'সাধ' তো , অর্ধমৃত হইয়াও , জীবিত থাকে - সেই ভরসাতেই রহিয়াছি - প্রকৃত বিদ্বজ্জনেদের অঙ্গুলিমেয় অংশ-ও যদি ''পিপিং টম অ্যানি''-র প্রাগুক্ত অংশটিতে কথঞ্চিৎ দৃকপাত করেন । - শুভৈষা-সালাম জী ।
তাহা হইলে তো দেখিতেই হইতেছে। তবে পিপিং টমের কোন অনুচ্ছেদে উহা লিখিয়াছেন বলিলে এই অধমের পক্ষে খুঁজিয়া বাহির করা সম্ভবপর হইত। পিপিং টম এক বিস্তারিত উপন্যাস, সকল পর্ব্ব পড়িবার পর কি খুঁজিয়া পাইব? তাহা হইলে কিন্তু বিস্তর সময় লাগিয়া যাইবে দেবী।