09-12-2022, 08:42 PM
(08-12-2022, 02:09 PM)Bumba_1 Wrote: বাহ্ আরো একটি দুর্দান্ত কাহিনীর সূচনা। পরের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।
আপনি আমাকে অনুরোধ করার পর মডারেটরকে আপনার পূর্বের একাউন্টটি ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে বলেছিলাম .. উনি কয়েকদিন সময় চেয়ে নিয়েছিলেন। শেষমেষ উনি যে আমার কথা রেখেছেন, তার জন্য আমি যারপরনাই আপ্লুত।
সহস্র ধন্যবাদ। আশা করি, আপনাদের মান রাখিতে পারিব।
হ্যাঁ, আমিও ভাবিতে পারি নাই কোন একদিন ফের এই আদত মহাবীর্য্যের রূপে আসিব। আশা ছাড়িয়াই দিয়াছিলাম কিন্তু আপনি আসিয়া হাত ধরিলেন। এই উপকার কোনকালেই ভুলিব না। যেভাবে আপনি এই অধমের অধম প্রতি করুণা করিয়াছেন তাহা প্রমাণ করিয়া দেয় আপনি কেবল অসাধারণ সাহিত্যিক নন সেই সাথে সিংহ হৃদয়ের অধিকারী। স্বপ্নের ফেরিওয়ালা নামটীও সার্থক, আপনি শুধু স্বপ্ন ফেরি করেন না, কাহারও স্বপ্ন ভাঙ্গিতে দেখিলে নিঃসঙ্কোচে হাত বাড়াইয়া দেন যাহাতে সে নিজের স্বপ্নখানি ধরিয়া রাখিতে পারে।
ভাণ্ডারে মধ্যে মধ্যে আসিবেন। অচিন্ত্য এক কল্পবিশ্বের উপন্যাস হইতে চলিয়াছে এইটুকু আপাততঃ জানাইয়া দিতেছি।