09-12-2022, 02:24 PM
(09-12-2022, 02:19 PM)Bumba_1 Wrote:
তার সামনে এক জমাট-বাঁধা ঘন অন্ধকার দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই চোখ সয়ে যাওয়া অন্ধকার যখন মানুষের অবয়ব নিতে লাগলো, তখন সে দেখলো তার দিকে দুটো জ্বলন্ত হিংস্র চোখ নিষ্পলকে তাকিয়ে আছে। মেয়েটি ভয়ে চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না, ছুটে পালাতে চাইলো, কিন্তু মনে হলো তার পা দুটো যেন কোনো অদৃশ্য শক্তি মাটির সঙ্গে আটকে রেখেছে।
বাকিটা জানতে হলে পড়তে হবে কর্মফলমূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল
১২ তারিখ রাতে নিয়ে আসছি বেশ কয়েকটি আপডেট সহ এখনো পর্যন্ত এই উপন্যাসের সবথেকে গুরুত্বপূর্ণ পর্বটি।
অপেক্ষায় থাকলাম দাদা
আমাকে আমার মত থাকতে দাও