08-12-2022, 11:52 PM
(08-12-2022, 12:59 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:অহো, কী সুমধুর ভাষা! তবে দ্রুততালে লিখিতে লিখিতে কিছু বানান বোধ করি ভুল টাইপ হইতেছে - যাহা চক্ষুপীড়ার কারণ হইয়াছে। যেমন - প্রত্যূষ (প্রতি+ঊষ), পুণ্য। দীনজনকে নিজগুণে মার্জনা করিবেন এই প্রার্থনা করি।অচিন্ত্য কথাঃ মহাযুদ্ধের অন্তিমে অচিন্ত্য© মহাবীর্য্য দেবশর্ম্মা
উৎসর্গঃ পরম সুহৃদ বাবানকেপ্রারম্ভ
রামকিঙ্কর ও সুহাসিনীর মননে একটাই দুঃখ ছিল বিবাহের এক দশক অতিক্রান্ত হইবার পরও তাঁহাদের কোন সন্তান হয় নাই। বহু সাধু সন্ন্যাসী সঙ্গম করিয়াও তাঁহারা বাৎসল্য প্রীতি হইতে বঞ্চিতই রহিয়া ছিলেন। শেষকালে, যখন তাঁহারা সব আশা ছাড়িয়া দিয়াছিলেন তখনই একদিন সুহাসিনী শেষ নিশীথে নিদ্রাকালে স্বপ্নে দৈবাদেশ পাইলেন যে মহাকুম্ভের মন্দিরে তিন সোমবার উপবাস করিয়া ত্রিপ্রহর প্রার্থনা করিলেই তিনি সন্তান সম্ভবা হইবেন!


![[Image: 20221208-125448.jpg]](https://i.ibb.co/sgT1CxR/20221208-125448.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)