08-12-2022, 12:08 AM
বিশেষ ঘোষণা
তাং - ২০শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ
মহাবীর্য্য বার্ত্তার প্রয়োজন ফুরাইয়াছে। একই সাথে ফুরাইয়াছে এই দ্বিতীয় মহাবীর্য্যের অস্তিত্বের প্রয়োজনও। যেইরূপ রাত্রি শেষ হইয়া ঊষার আগমণ ঘটিলে আর ঘরের বাতিটুকু জ্বালাইয়া রাখিবার প্রয়োজন রহে না সেইরূপ আসল মহাবীর্য্যের প্রত্যাবর্তনের কারণে এই মহাবীর্য্যের থাকিবার প্রয়োজনও শেষ হইয়া গিয়াছে। ইহার পর হইতে সকল কাহিনীই পুরাতন মহাবীর্য্য ভাণ্ডারে আসল মহাবীর্য্যের কলমেই আসিবে। অচিন্ত্যের নবরূপও সেখানেই প্রকাশিত হবে।
এই কঠিন সময়ে যেইরূপ আপনারা সকলে আমার সঙ্গে ছিলেন, যেইভাবে সাহায্যের হাত বাড়াইয়া দিয়াছেন তাহা আমি জন্মজন্মান্তরেও ভুলিব না। আপনারা পুনরায় প্রমাণ করিলেন পাঠক সঙ্গে থাকিলে আমার ন্যায় তুচ্ছ লেখকও বুকে বল রাখিতে পারে। আপনাদের সকলের নিকট এই অধম চিরঋণী রইল।
সুস্থ থাকুন, হাসি খুশীতে আজীবন থাকুন এই কামনা রহিল। আসিতে থাকিবেন পুরাতন ভাণ্ডারে (যেথায় সরলবাবু ও রাজনন্দিনী রহিয়াছে); রবিবার শনিবার করিয়া আপনাদিগের নিমিত্ত নিত্য নূতন কাহিনী থাকিবে।
বিদায়,