07-12-2022, 11:32 PM
(05-12-2022, 04:05 PM)ajrabanu Wrote: এই যে নির্ঝরের ন্যায় স্বতোৎসারিত বাণী ঝরিয়া পড়িতেছে অনিবার - এ যে লেখক মহাশয়ের লেখনী হইতেই কেবল তাহাই নহে, পাঠকপাঠিকাকূলও যে ইহাতে সর্বান্তকরণে পক্ষ লহিয়াছে, ইহাই সর্বাপেক্ষা আনন্দদায়ক।
এক প্রাচীন প্রবাদ রহিয়াছে, লেখক কোনকালেই মহান নহে, পাঠকই মহান সর্ব্বদা। আপনাদের মননে চেতনায় যতটুকু আমি দাগ কাটিয়াছি তাহার সকল কৃতিত্ব এই সকল পাঠকদিগের যাঁহারা আমার ন্যায় এক কালান্তরকেও শিরে স্থান দিয়াছেন। তাঁহাদের জয় হউক। ফিরিয়া আসিয়াছি ইঁহাদের জন্য। বাঙ্গালা চলিত হোক বা সাধু, তৎসমে হউক তদ্ভবে কীইবা যায় আসে, শুধু সে বাঁচিয়া থাকুক সহস্র সহস্র বর্ষ পরেও এই বঙ্গ বাঁচিয়া থাকুক।