06-12-2022, 09:42 AM
(05-12-2022, 04:05 PM)ajrabanu Wrote: এই যে নির্ঝরের ন্যায় স্বতোৎসারিত বাণী ঝরিয়া পড়িতেছে অনিবার - এ যে লেখক মহাশয়ের লেখনী হইতেই কেবল তাহাই নহে, পাঠকপাঠিকাকূলও যে ইহাতে সর্বান্তকরণে পক্ষ লহিয়াছে, ইহাই সর্বাপেক্ষা আনন্দদায়ক।
আজরা দিদি,
আপনার এই লেখা আমাকেও সাধু ভাষায় লিখিতে উদবুদ্ধ করিয়াছে। জীবনে সর্বাপেক্ষা দুর্মূল্য আমাদের সামাজিক আলাপচারণ। ইহাতে সঙ্গ ও যোগ দিতে পারিয়া আপনাকে আমি যৎপরোনস্তি সৌভাগ্যবতী গণ্যা করিতেছি।