06-12-2022, 09:18 AM
। মিনিট।
আরেকখানা মিনিট পাবি
এমনটা কে বললো তোকে ?
বাঁচতে হলে নে বেঁচে নে,
নিংড়ে নিয়ে মুহূর্তকে।
কাঁদার হলে নে না কেঁদে
হৃৎপিন্ড উজাড় করে
একটা ফোঁটা চোখের জলও
না রয়ে যায় কান্নাঘরে।
হাসিস যদি সবটুকু দে,
মন ভালো কর এক মিনিটে
জীবন বলে ভাবিস যেটা,
গড়া সেটা মিনিট ইঁটে।
এক লহমায় প্রেম করে নে
তুচ্ছ করে সময়শাসন
অতীত এবং আগামীকে
খামোখা দিস উচ্চ আসন।
ইতিহাসকে টেরিয়ে দেখিস,
মুহূর্তরা যায় যে বয়ে
এই মিনিটে করিস যে কাজ,
উঠুক সেটাই জীবন হয়ে।
লাভ কি হবে আগাম ভেবে,
পরের দিনের প্ল্যানটা করে
কেউ জানেনা থাকবি কিনা
রাত পোহালে কালকে ভোরে।
একটা করে মিনিট বাঁচুক
সেই মিনিটেই তীব্রভাবে
পরের মিনিট এলে তখন
সেটাও নিয়ে ভাবা যাবে।
আগের মিনিট চলে গেছে
ঠিক বা ভুলের হিসেব দিয়ে
খামোখা আর এই মিনিটে
করবি কি সে ভাবনা নিয়ে ?
ইচ্ছে হলে নাচ না এখন
ভাবার হলে খুব নে ভেবে
ষাটটা সেকেন্ড মাত্র শুধু
মিনিটটা তোর সঙ্গ দেবে।
কেউ জানেনা ব্যাংকে আছে
আর কখানা মিনিট পড়ে
একটা গোটা জীবন নিয়ে
এক মিনিটে দে না ভরে।
লেখায় : ভারতীয় দাদা
আরেকখানা মিনিট পাবি
এমনটা কে বললো তোকে ?
বাঁচতে হলে নে বেঁচে নে,
নিংড়ে নিয়ে মুহূর্তকে।
কাঁদার হলে নে না কেঁদে
হৃৎপিন্ড উজাড় করে
একটা ফোঁটা চোখের জলও
না রয়ে যায় কান্নাঘরে।
হাসিস যদি সবটুকু দে,
মন ভালো কর এক মিনিটে
জীবন বলে ভাবিস যেটা,
গড়া সেটা মিনিট ইঁটে।
এক লহমায় প্রেম করে নে
তুচ্ছ করে সময়শাসন
অতীত এবং আগামীকে
খামোখা দিস উচ্চ আসন।
ইতিহাসকে টেরিয়ে দেখিস,
মুহূর্তরা যায় যে বয়ে
এই মিনিটে করিস যে কাজ,
উঠুক সেটাই জীবন হয়ে।
লাভ কি হবে আগাম ভেবে,
পরের দিনের প্ল্যানটা করে
কেউ জানেনা থাকবি কিনা
রাত পোহালে কালকে ভোরে।
একটা করে মিনিট বাঁচুক
সেই মিনিটেই তীব্রভাবে
পরের মিনিট এলে তখন
সেটাও নিয়ে ভাবা যাবে।
আগের মিনিট চলে গেছে
ঠিক বা ভুলের হিসেব দিয়ে
খামোখা আর এই মিনিটে
করবি কি সে ভাবনা নিয়ে ?
ইচ্ছে হলে নাচ না এখন
ভাবার হলে খুব নে ভেবে
ষাটটা সেকেন্ড মাত্র শুধু
মিনিটটা তোর সঙ্গ দেবে।
কেউ জানেনা ব্যাংকে আছে
আর কখানা মিনিট পড়ে
একটা গোটা জীবন নিয়ে
এক মিনিটে দে না ভরে।
লেখায় : ভারতীয় দাদা