05-12-2022, 09:26 PM
খুব ভালো কিছু যে লেখা হয়েছে তা কিন্তু নয়। তবে লেখকের সাহস আছে বলতে হবে। এরকম একটা থিম পছন্দ করেছেন যা কিনা জাত লেখকরাও লেখার আগে দুবার চিন্তা করবেন। আর ওনি তো মনে হয়েছে একেবারে নবীণ একজন লেখক। তার উপর আবার মোবাইল থেকে গল্প লেখার প্রচেষ্ঠা করে গেছেন। সে কারনেই বেশ সাহসী মনে হয়েছিলো। যদিও ধারনার বাইরে ওনি যেতে পারেননি। হুট করেই লেখা থামিয়ে দিয়েছেন। ধারনা করি এছাড়া ওনার আর কিছু করারও ছিলো না। এভাবে খাপ ছাড়া গল্প খুব বেশীদিন টেনে নেয়া যায় না। এই ধরনের গল্পের প্লট নিয়ে বিস্তর ভাবনা-চিন্তা করতে হয়। যা কেবল নিয়মিত যারা লিখেন তাদের দ্বারাই সম্ভব !
যাই হউক, লেখার জন্য প্রয়াস পেয়েছেন সেজন্য লেখককে ধন্যবাদ জানাচ্ছি...
যাই হউক, লেখার জন্য প্রয়াস পেয়েছেন সেজন্য লেখককে ধন্যবাদ জানাচ্ছি...