05-12-2022, 07:38 PM
(04-12-2022, 12:21 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা (২) Wrote: সতীত্ব লহিয়া বিতর্কের সীমা কোনকালেই দেশ কাল ধর্ম্মের গণ্ডী মানে নাই। বাস্তবিক চোখে সতীত্ব সর্ব্বদা যৌনতা কেন্দ্রিক হইলেও কদাচিৎ এই প্রশ্নও আসে, যে নারী নিজ স্বামীর সহিত সঙ্গমে লিপ্ত হইয়াও মননে অন্য পুরুষে মজে সে কী আদতে সতী? নাকি যে নারী পরশয্যায় শায়িত হইয়াও দিনের শেষে স্বামীর মুখে অন্ন দেয়, সকল দুঃখে সুখে হাতখানি ধরিয়া থাকে সে সতী? অন্যের বউ সুন্দরী হইলে পরকীয়াতে দোষ নাই, সুন্দরী যদি না হয় সেক্ষেত্রে অবশ্য বিধান দেওয়া হইয়াছে, "সাদা, কালো, নুরজাহান/অন্ধকারে সব সমান।"
সতীত্ব প্রসঙ্গটি - বিশেষত ''পঞ্চসতী'' - লইয়া কিঞ্চিৎ নাড়াচাড়া করিয়াছি ''পিপিং টম অ্যানি''র কোন এক স্হলে । নাতিদীর্ঘ ওই বিকলণ প্রকৃতপ্রস্তাবে 'কুব্জের উত্তানশায়িত হইবার বাসনা' - যাহা অক্ষমতার তর্কাতীত দৃষ্টান্ত । - তথাপি 'সাধ্য' কোনরূপ সহায়তা না করিলেও 'সাধ' তো , অর্ধমৃত হইয়াও , জীবিত থাকে - সেই ভরসাতেই রহিয়াছি - প্রকৃত বিদ্বজ্জনেদের অঙ্গুলিমেয় অংশ-ও যদি ''পিপিং টম অ্যানি''-র প্রাগুক্ত অংশটিতে কথঞ্চিৎ দৃকপাত করেন । - শুভৈষা-সালাম জী ।