05-12-2022, 03:28 PM
(05-12-2022, 10:34 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা (২) Wrote: পাঠক তৃপ্ত করিবা হেতুই এই অধম কলম ধরিয়াছে। আমার দুর্ভাগ্য আমি আপনাকে একটি পূর্ণ কথা এখনো শুনাইতে পারি নাই। তৎসত্ত্বেও আপনি আমাকে রেপুটেশন দিয়াছেন ইহাতেই আপনার মহানতা প্রকাশিত হয়।পাঠক দ্বয় কে তৃপ্ত করিবার সমস্ত গুনাবলী ই আপনার মধ্যে বিদ্যমান আছে । সেইটি আপনার কলমের আঁচড় দেখিলেই, তৃষ্ণার্ত পাঠকেরা চিনিতে পারিবে । রেপুটেশন নিয়া ভাবনা করিবেন না, ওই টি বারী ধারার ন্যায় ঝরিয়া পড়িবে। আদি শক্তির উৎসের পানে প্রার্থনা জানাই, আপনি অচিরেই সুঃস্থ হইয়া উঠুন...!!!!!
শরদিন্দু বাবুর নখের ময়লার যোগ্যও নহি তথাপি যখন বলিয়াছেন তখন একগাল হাসি ছাড়া আর কীইবা করিতে পারি।
অবশ্যই পাঠক, শীঘ্র লিখিবার ইচ্ছা আমার ষোলআনা আছে কিন্তু ডান দিকের উপর বিশেষ চাপ আনিতে পারিব না আপাততঃ, লিখিতে গেলে দু আঙুলে কলম ধরিতে হইবে বসিয়া লিখিলে পাঁজরে চাপ পড়িবে তাই একটু বিশ্রাম লইয়া স্বল্প সুস্থ হইয়া যাই তাহার পর শুরু করিয়া দিব।
PROUD TO BE KAAFIR