05-12-2022, 10:41 AM
(04-12-2022, 07:58 PM)Baban Wrote:তুমি যে কি মাপের লেখক সেটা তুমি বুঝবেনা ভায়া। সেটা বুঝবে পাঠক, সেই ক্ষমতা তাদেরই আছে একমাত্র। আর তুমি দেখো নিজেই তোমার সৃষ্টি করা রাজনন্দিনী ও অসমাপ্ত অচিন্ত পাঠকদের কতটা পছন্দ হয়েছে। তাদের তোমার প্রতি বিশ্বাস ও ভালোবাসা ক্রমেই বেড়ে চলেছে। একদিন তো আমিও অচেনা অজানা ছিলাম এদের কাছে। কাম লালসা নামক যৌন উত্তেজক গল্প দিয়ে লেখা শুরু,আজ এদের অনুপ্রেরণা পেয়ে পেয়ে লেখার ইচ্ছা যত বেড়েছে, ততো লিখেছি উত্তেজক, ভৌতিক, ছোটদের গল্প, ছড়া আর আজ এতদূর আসতে পেরেছি। এরা সবাই না থাকলে থোড়াই এই যাত্রা সফলতা পেতো? গল্পের মান ও পাঠক মতামত কম বেশি হতে পারে, হবেও হয়তো কিন্তু যদি লেখা পছন্দ হয় তবে লেখককে অনেকদিন মনে রাখে পাঠক বন্ধুরা।
অচিন্ত্য মাস্টারপিস কিনা সেটা আমরা বুঝবো, তোমায় ভাবতে হবেনা
এখন বিশ্রাম নাও পুরোপুরি আর ফিরে এসো শীঘ্রই ♥️
ধন্যবাদ বন্ধুবর। আমার যতটা সাধ্য চেষ্টা করিব তোমারে উৎসর্গ করা এই কাহিনীর উপর সুবিচার করার।