05-12-2022, 08:17 AM
(04-12-2022, 10:26 PM)ray.rowdy Wrote:প্রীতি. বুঝতে পেরেছি.
এটি অনুরোধ রইলো, আপনি গল্পটির অন্ততঃ এক পাতা না হোক, প্রথমদিকের এক-দুটি অনুচ্ছেদ পড়ে দেখুন.
আর আপনার এই গল্পটি তো দারুণ হচ্ছে. আজ দু'দিন হয়ে গেলো - কোনো নতুন পর্ব না পেয়ে কিছুটা খালি খালি লাগছে. গতকাল না হয়, আপনার junior কে "counsel" করছিলেন. আজ তো দিতে পারতেন. দেখুন দেখি, স্বভাব - "বসতে পেলে খেতে চায়, খেতে পেলে শুতে চায়." নিয়মিত পর্ব পেয়ে পেয়ে স্বভাব খারাপ হয়ে গেছে, ভুলতে বসেছি যে আপনিও একজন রক্ত-মাংসে গড়া মানবী; আর সর্বোপরি আপনারও নিজের প্রতি, পরিবারের প্রতি দায়-দায়িত্ব রয়েছে.না না, কোনো চাপ সৃষ্টি করছি না. আপনি আপনার মতো করে সময় নিয়ে "সৃষ্টিসুখের উল্লাসে" লিখুন, ব্যস ভালো লিখুন. ভালো লেখা চাই - এর সঙ্গে কোনো আপোস করবো না.
অনিবার্যতা বাধার দেওয়াল না তুললে আজ দেখা হবে পরবর্তী গল্পাংশসহ । সালাম-প্রীতি । ০৫/১২