05-12-2022, 12:52 AM
(04-12-2022, 09:33 PM)Bumba_1 Wrote: অসাধারণ একটি পর্বের সাক্ষী থাকলাম আমরা তাই এই অধমের তরফ থেকে কয়েকটি লাইন ..
আমার উপাধিতে আক্ষায়িত যারা তাদের ভালবাসা মনে সুপ্ত,তোমার প্রেম নিঃসার্থ তাই স্রোতের ভীরে ভালবাসা বিলুপ্ত।সেই প্রেমের রাত ভীষন সুখের ছিলো,যে রাতে দেবযানী অর্ধমৃত ঘুমিয়েছিলো।মনে অনেক শব্দগুচ্ছ ছিলো,হাতে কলম পাশে ডাউড়িও ছিলো,অমিমাংশিত একটা গল্প ছিলো,বুকে গোপন কিছু চাপা কষ্ট ছিলো,রাত তখন খুব বেশিই নির্জন ছিলো,তবুও ডাইড়িতে না কিছু লেখা হয়েছিলো।সেইদিন যে আমার মন দেবযানীর সাথেই ছিলো!
পেন্নাম জানাই দাদা...
তোমার ক্ষুরধার মস্তিষ্কের কোন কিছুর অবলোকন ক্ষমতা আর সেটা উপর নিজের সৃষ্টির আঁচড় দেয়া অনবদ্য।
আমি বরাবরের মতই মন্ত্রমুগ্ধ
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।