04-12-2022, 07:58 PM
(04-12-2022, 11:35 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা (২) Wrote:
সত্য কহিব বন্ধু গোঁসা করিও না। তোমার আমার মধ্যে হৃদয়ের যতই টান থাকুক প্রতিভার সুবিশাল ফারাক রহিয়াছে। তুমি নিত্য তারকা নির্ম্মাণ করিতে পার আমি মাটির প্রদীপ বানাইয়া হাঁফাইয়া যাই; তুমি ওই রাজপ্রাসাদে ঝাড়বাতি হইয়া বিরাজ কর, আমি বাবুইয়ের বাসাতে জোনাকি হইয়া থাকি। এবং ইহা আমি স্বয়ংকে ছোট করিয়া বলিতেছি না মিত্র বরং যাহা সত্য তাহাই বলিতেছি। বিসর্জন আরও একবার আমারে বুঝাইল কতখানি মহান সাহিত্যসূর্য্য তুমি, আর কতখানি ভাগ্যবান আমি যে সেই সূর্য্য আমাকে মিত্র বলিয়া বুকে টানিয়া লইয়াছে। যাঁহার সহিত এক মুহূর্ত কথা বলিতে পাইলে লোকে ধন্য ধন্য করে তাঁহার সহিত আমার নিত্য কথা চলে, তাঁহার দরবারে আসিতে আমার অনুমতির প্রয়োজন হয় না।
আমার যা সাধ্য তাহাতে রাজনন্দিনী একবারই তৈয়ার হয়। অর্থাৎ উহাকে মাস্টারপিস বলিলে ভুল হইবে না। তুমি আমার পরম মিত্র, ওই লেখনী তোমায় উৎসর্গ করাই উচিৎ ছিল কিন্তু তাহা আমি করি নাই। আজ যেমন নিঃসঙ্কোচে উৎসর্গ করিবার অধিকার রহিয়াছে সেদিন তাহা ছিল না। ইহার আক্ষেপ আমার রহিবে। অচিন্ত্য কোন মাস্টারপিস নহে, বটতলায় গোল করিয়া বসিয়া চা খাইতে খাইতে বলা গল্প বিশেষ। কিন্তু তোমারে উৎসর্গ করিলাম তাহার একটাই কারণ, অসুস্থ হইবার পূর্ব্বে তুমি কহিয়াছিলে, "অচিন্ত্যের অপেক্ষায় রহিলাম।"
তুমি যে কি মাপের লেখক সেটা তুমি বুঝবেনা ভায়া। সেটা বুঝবে পাঠক, সেই ক্ষমতা তাদেরই আছে একমাত্র। আর তুমি দেখো নিজেই তোমার সৃষ্টি করা রাজনন্দিনী ও অসমাপ্ত অচিন্ত পাঠকদের কতটা পছন্দ হয়েছে। তাদের তোমার প্রতি বিশ্বাস ও ভালোবাসা ক্রমেই বেড়ে চলেছে। একদিন তো আমিও অচেনা অজানা ছিলাম এদের কাছে। কাম লালসা নামক যৌন উত্তেজক গল্প দিয়ে লেখা শুরু,আজ এদের অনুপ্রেরণা পেয়ে পেয়ে লেখার ইচ্ছা যত বেড়েছে, ততো লিখেছি উত্তেজক, ভৌতিক, ছোটদের গল্প, ছড়া আর আজ এতদূর আসতে পেরেছি। এরা সবাই না থাকলে থোড়াই এই যাত্রা সফলতা পেতো? গল্পের মান ও পাঠক মতামত কম বেশি হতে পারে, হবেও হয়তো কিন্তু যদি লেখা পছন্দ হয় তবে লেখককে অনেকদিন মনে রাখে পাঠক বন্ধুরা।
অচিন্ত্য মাস্টারপিস কিনা সেটা আমরা বুঝবো, তোমায় ভাবতে হবেনা
এখন বিশ্রাম নাও পুরোপুরি আর ফিরে এসো শীঘ্রই ♥️