04-12-2022, 04:36 PM
(16-11-2022, 11:42 PM)Henry Wrote: কাবেরীর কোলে মাথা রাখলো শায়িত বুধন।
সন্ধে ঘনিয়ে প্রায়ান্ধকার হয়ে উঠছে চারদিক। কৃষ্ণপক্ষের চাঁদের পূব আকাশে ক্ষীণ আলোকপ্রভা ছড়িয়ে রয়েছে পাশের ইতস্তত মেঘখন্ডগুলিতে। কাবেরী কতক্ষণ আগেই স্নান করে এলো, ঠান্ডা হিম হিম ভাব। শাড়িটার আঁচলটাকে চাদরের মত করে জড়িয়ে নিল বুকে। রান্না ঘরের জানালার পাশ দিয়ে টি-টি-টি করে একটা পাখি ডেকে ফিরল বাসায়। কাবেরীরও গুনগুন করে গাইতে ইচ্ছে করল। সসপ্যানে চা'টা বসিয়ে ওভেনের বাতি কমিয়ে গেয়ে উঠল---"তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা, মম বিজনগগনবিহারী। আমি মনের মাধুরী মিশায়ে...
তারপর নিজে নিজেই বলে উঠল--ধ্যাৎ, ভুলে গেলুম।
চেয়ারে উঠে খেলায় মশগুল। ওই চেয়ারটা ওর বড্ড প্রিয়। হেমেন দা না থাকলে, ওটার ওপর উঠে ওর যতরকমের খেলা।
কাবেরী ভেসে গেছে একেবারে


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)