04-12-2022, 12:21 PM
(21-11-2022, 03:58 PM)sairaali111 Wrote: সতী শর্মিলা / শুভারম্ভ
সতীত্ব । - এটি নিয়ে এখনও পর্যন্ত নানান রকম উল্টোপাল্টা ধারণা বিশ্লেষণ ব্যাখ্যা রয়েই গিয়েছে এ দেশে । মানুষ চাঁদ-টাদ ছাড়িয়ে অনান্য গ্রহ-উপগ্রহেও পৌঁছে গেল প্রায় , আর আমরা এখনও কপচাচ্ছি - 'পুড়লে চিতা , উড়লে ছাই - তবে-ই নারীর গুণ গাই ' - এ যে মেয়েদের কাছে কী প্রচন্ড অবমাননাকর তা' নিশ্চয় বলার অপেক্ষা রাখে না ? অন্য দিকে দেখ - পুরুষেরা নিজের পাতে শুধু ঝোল নয় , মাংসের টুকরোগুলোও কেমন টেনে নিয়ে চর্বচুষ্য করে খেয়ে চলেছে ..... প্রমাণ ? সে-ই প্রবাদ-কথা - এখনও যা' কথায় কথায় বলা হয়ে থাকে - '' সোনার আংটির আবার বাঁকা আর সোজা - পুরুষের আবার রূপগুণ বিচার '' .... - একটানা এই অবধি বলে সুমিত থামলো । চোখে চোখ রেখে বুঝতে চেষ্টা করলো শর্মিলার প্রতিক্রিয়া ।...(চলবে)
সতীত্ব লহিয়া বিতর্কের সীমা কোনকালেই দেশ কাল ধর্ম্মের গণ্ডী মানে নাই। বাস্তবিক চোখে সতীত্ব সর্ব্বদা যৌনতা কেন্দ্রিক হইলেও কদাচিৎ এই প্রশ্নও আসে, যে নারী নিজ স্বামীর সহিত সঙ্গমে লিপ্ত হইয়াও মননে অন্য পুরুষে মজে সে কী আদতে সতী? নাকি যে নারী পরশয্যায় শায়িত হইয়াও দিনের শেষে স্বামীর মুখে অন্ন দেয়, সকল দুঃখে সুখে হাতখানি ধরিয়া থাকে সে সতী? অন্যের বউ সুন্দরী হইলে পরকীয়াতে দোষ নাই, সুন্দরী যদি না হয় সেক্ষেত্রে অবশ্য বিধান দেওয়া হইয়াছে, "সাদা, কালো, নুরজাহান/অন্ধকারে সব সমান।"