04-12-2022, 11:35 AM
(03-12-2022, 08:17 PM)Baban Wrote: এরম একখানা সৃষ্টি আমায় উৎসর্গ করলে!!
উফফফফ লালমোহন বাবুর ভাষায় যদি বলি -'কেমন থ্রিলিং লাগছে তপেশ!'
তোমায় অনেক অনেক ধন্যবাদ ভায়া ♥️
রাজনন্দিনীর সমাপ্তির পর তুমি জানিয়েছিলে অচিন্তকে নিয়ে আসবে আমাদের সম্মুখে কিন্তু তার আগেই এমন দুটো দুর্ঘটনা ঘটলো তোমার সাথে। কিন্তু আবার নবাগত সূর্যরশ্মি ফিরিয়া আসিয়াছে মোদের মাঝে। সেই রশ্মির ছিটেফোটা যেদিকে পড়বে সেখানেই অন্ধকার কাটিয়া আলোর উৎস খুঁজে পাওয়া যাবে।
যতটুকু লিখেছো জাস্ট অসাধারণ।
সত্য কহিব বন্ধু গোঁসা করিও না। তোমার আমার মধ্যে হৃদয়ের যতই টান থাকুক প্রতিভার সুবিশাল ফারাক রহিয়াছে। তুমি নিত্য তারকা নির্ম্মাণ করিতে পার আমি মাটির প্রদীপ বানাইয়া হাঁফাইয়া যাই; তুমি ওই রাজপ্রাসাদে ঝাড়বাতি হইয়া বিরাজ কর, আমি বাবুইয়ের বাসাতে জোনাকি হইয়া থাকি। এবং ইহা আমি স্বয়ংকে ছোট করিয়া বলিতেছি না মিত্র বরং যাহা সত্য তাহাই বলিতেছি। বিসর্জন আরও একবার আমারে বুঝাইল কতখানি মহান সাহিত্যসূর্য্য তুমি, আর কতখানি ভাগ্যবান আমি যে সেই সূর্য্য আমাকে মিত্র বলিয়া বুকে টানিয়া লইয়াছে। যাঁহার সহিত এক মুহূর্ত কথা বলিতে পাইলে লোকে ধন্য ধন্য করে তাঁহার সহিত আমার নিত্য কথা চলে, তাঁহার দরবারে আসিতে আমার অনুমতির প্রয়োজন হয় না।
আমার যা সাধ্য তাহাতে রাজনন্দিনী একবারই তৈয়ার হয়। অর্থাৎ উহাকে মাস্টারপিস বলিলে ভুল হইবে না। তুমি আমার পরম মিত্র, ওই লেখনী তোমায় উৎসর্গ করাই উচিৎ ছিল কিন্তু তাহা আমি করি নাই। আজ যেমন নিঃসঙ্কোচে উৎসর্গ করিবার অধিকার রহিয়াছে সেদিন তাহা ছিল না। ইহার আক্ষেপ আমার রহিবে। অচিন্ত্য কোন মাস্টারপিস নহে, বটতলায় গোল করিয়া বসিয়া চা খাইতে খাইতে বলা গল্প বিশেষ। কিন্তু তোমারে উৎসর্গ করিলাম তাহার একটাই কারণ, অসুস্থ হইবার পূর্ব্বে তুমি কহিয়াছিলে, "অচিন্ত্যের অপেক্ষায় রহিলাম।"