04-12-2022, 11:14 AM
(04-12-2022, 12:12 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা (২) Wrote: আপনাদের স্নেহ প্রীতি আর ভালোবাসায় এই অধম সত্যই আপ্লুত। সামান্য কলম আমার, মাথাখানা চুলকিয়ে দু-চারিখান অপাঠ্যবস্তু নির্ম্মিত হয় তাহা কেহ পড়িবে সেই দুরাশা আমার কোনকালেই ছিল না, কিন্তু, আপনি বোধকরি আমার প্রথম পাঠক ছিলেন মহাশয়। "আপনার অনুগল্প পাঠ করিয়া সবিশেষ তৃপ্তি পাইলাম" কহিয়াছিলেন। সেই অবধি আমার গর্ব্বের সীমা নাই। সম্রাট স্বয়ং আমার প্রথম পাঠক, ক'জন এমন সৌভাগ্যবান আছে! আমার মনে পড়ে, সেদিন আমি একটী ছড়া অহর্নিশি আউড়াইয়া ছিলাম, "যার নামে পার করে ভবপারাবার, ভাল ভাগ্য পাটনী তাহারে করে পার!"
তাহার পর প্রায়শঃই আপনার গোলকধাঁধায় পথ হারাইয়াছি, ভাবিয়াছি আর বিস্মিত হইয়াছি এমন লেখনী কোন সাধারণে লিখিতে পারে! মুঢ়মতি বুঝিতে পারে নাই, যাঁহার মস্তকে সম্রাটের তাজ রহিয়াছে সে কোনকালেই সাধারণ নহে! আমি অধম জোনাকি, তাও আপনি আমারে স্মরণে রাখিয়াছেন ইহাই সৌভাগ্য। উত্তর দিতে বিলম্ব হইল, তাহার জন্য মার্জ্জনা চাহিতেছি, শরীর এখনো যথেষ্ট দুর্ব্বল সুস্থ হইতে সময় লাগিবে, তাই থামিয়া থমকিয়া কার্য্য করিতেছি। আপনার উপদেশ লইয়াছি, সরিৎ সাহেবকে নড়বড়ে ইংরেজিতে সমস্যাখানা বলিয়াছি, বাকি তাঁহার সিদ্ধান্ত।
যে কোনো কার্যে স্থায়ীভাবে সফলতা পেতে গেলে তাকে প্রকৃতপক্ষে একজন মহৎ হৃদয়ের মানুষ হতে হয়। আর বিনয় হলো মাহাত্ম্যের একটা অংশ .. যেটা আপনার প্রত্যেকটি কথায় স্পষ্ট। তাই শুধু এটুকুই বলবো .. খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার, অসাধারণ কিছু লেখা উপহার দিয়ে আমাদের ধন্য করুন।