04-12-2022, 11:00 AM
(03-12-2022, 11:46 AM)Baban Wrote: ভাই বাবান,
তোমার আমার প্রতি ক্ষোভ রহিবে আমি জানি কিন্তু বিশ্বাস করিতে পার, স্বেচ্ছায় আমি উত্তর দিতে পারি নাই তাহা নহে, আদতে উত্তর দিবার পরিস্থিতিতেই আদৌ উপস্থিত থাকিতে পারি নাই। মিত্র সম্মুখে হেঁট মস্তক করিতে নাই তাই সেই স্পর্ধা করিলাম না শুধু সম্ভবপর হইলে নিজ মিত্রকে ক্ষমা করিয়া দিও।
ভায়া মহাবীর্য,
তোমার সহিত সেদিন শেষবারের মতো কথা বলার পর থেকে তুমি আর আসতে পারোনি। আমি বুঝেই ছিলাম নিশ্চই কোনো ব্যাস্ততার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তোমায়। কারণ তুমি সেইসব লেখকদের মধ্যে পারোনা যারা নিজের সৃষ্টিকেই সম্মান করেনা তো অন্যের কথা ছেড়েই দিলাম। তোমার কাছে তোমার রচিত প্রতিটা গল্পের মূল্য অনেক কারণ সরাসরি তোমার হৃদয় থেকে তা বেরোয়। রাজনন্দিনী তার শ্রেষ্ঠ উদাহরণ।
যাইহোক আমি একটুও রাগ করিনি বা কোনো ক্ষোভ নেই তোমার প্রতি। বরং এতকিছু হয়েছে তোমার ওপর দিয়ে জেনে খুবই খারাপ লাগলো। আগে শরীর তারপরে সব। তাই বলছি আগে সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে ওঠো তারপরে লেখায় হাত দিও। যদিও যে লিখতে ভালোবাসে সে মনের কথা না লিখে থাকতে পারেনা। ওটা একপ্রকার শক্তি। তবু বলবো আগে বিশ্রাম।
আর ray rowdy দাদা একদমই সঠিক কথা লিখেছেন। অন্তত বাংলা বিভাগের ক্ষেত্রে সেরা এই গসিপি। লেখা ভালো লাগলে পাঠক দুহাত বাড়িয়ে গ্রহণ করবে তার লেখা আর পরিবর্তে ভরিয়ে দেবে ভালোবাসায়।
যেহেতু এখানে তোমার যাত্রার সবে শুরু তাই এখন অনেক দূর যাওয়ার আছে। লাইক রেপুর কমতি হবেনা এইটুকু বলতে পারি। আগে সুস্থ হয়ে নাও তারপরে পুরো নিজের স্টাইলে ফিরে শুরু করে দিও।
আমি জানতুম ভায়া, আমার উপর রাগ বা ক্ষোভ কোনটাই তোমার নাই। তুমি সিংহহৃদয়ের অধিকারী। কিন্তু, আমার নিজের মধ্যে যে খচখচানি ছিল তাহার হাত হইতে মুক্তি পাহিতেছিলাম না। যাহা হউক পরমেশ্বরের কৃপায় ক্রমশঃ সুস্থ হইতেছি। জানি হে জানি, রেপুর ব্যাপারে সকলেই দরাজ হস্ত, চাই নাই কভু কিন্তু দিয়াছে সকলেই। কিন্তু, কী জানো বন্ধু মহাবীর্য্য হিসাবে জগতে প্রথম ওই গল্পগুচ্ছ (পরে ভাণ্ডার নাম দিই) পসরা নিয়েই আসি। উহা আমার কাছে অনেক দামী ছিল। হারাইয়া বুঝিলাম বহুকিছু হারাইয়াছি।