04-12-2022, 12:12 AM
(03-12-2022, 09:05 AM)Bumba_1 Wrote: আপনার শরীর খারাপ হয়েছিল এবং হসপিটালে যেতে হয়েছিলো এটা শুনে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গিয়েছিলো, তারপর যখন শুনলাম এক সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন .. সেটা শুনে বেশ ভালো লাগলো। কিন্তু আপনার মুঠোফোন চুরি হয়ে যাওয়ার ব্যাপারটা আরো বেদনাদায়ক। একটা দামি জিনিস চুরি হয়েছে সেটা তো বটেই, তার থেকেও বড় কথা হলো - কত রকম গুরুত্বপূর্ণ নথিভুক্ত করা থাকে বা আমরা করে রাখি নিজেদের মোবাইল ফোনগুলিতে। সেগুলো হঠাৎ করে উধাও হয়ে গেলে ভীষণরকম অসুবিধায় পড়তে হয়। লোকাল থানায় ব্যাপারটা জানিয়ে সিমটা আশা করি লক করে দিয়েছেন। আর পুনরায় লেখার ক্ষেত্রে বলি .. শরীর পুরোপুরি সুস্থ হলে তবেই পরবর্তী লেখায় হাত দেবেন।
আগের অ্যাকাউন্টটি হয়তো অবশ্যই ই-মেইল আইডি দিয়ে খোলা ছিলো, যে ই-মেইল আইডি থেকে ওই একাউন্টটি খোলা ছিলো সেখান থেকে xossipy.com কে মেসেজ করলে ওরা আপনাকে নতুন পাসওয়ার্ড দিয়ে দেবে। এর জন্য নতুন আইডি খোলার দরকার ছিলো না। আর সেটা যদি না করতে পারেন তাহলে আমাদের মডারেটর sarit11 কে অনুরোধ করবেন আপনার আগের আইডির সঙ্গে নতুন আইডি যেন merge করিয়ে দেয় .. তাহলে আর কোনো অসুবিধা থাকবে না।
আপনাদের স্নেহ প্রীতি আর ভালোবাসায় এই অধম সত্যই আপ্লুত। সামান্য কলম আমার, মাথাখানা চুলকিয়ে দু-চারিখান অপাঠ্যবস্তু নির্ম্মিত হয় তাহা কেহ পড়িবে সেই দুরাশা আমার কোনকালেই ছিল না, কিন্তু, আপনি বোধকরি আমার প্রথম পাঠক ছিলেন মহাশয়। "আপনার অনুগল্প পাঠ করিয়া সবিশেষ তৃপ্তি পাইলাম" কহিয়াছিলেন। সেই অবধি আমার গর্ব্বের সীমা নাই। সম্রাট স্বয়ং আমার প্রথম পাঠক, ক'জন এমন সৌভাগ্যবান আছে! আমার মনে পড়ে, সেদিন আমি একটী ছড়া অহর্নিশি আউড়াইয়া ছিলাম, "যার নামে পার করে ভবপারাবার, ভাল ভাগ্য পাটনী তাহারে করে পার!"
তাহার পর প্রায়শঃই আপনার গোলকধাঁধায় পথ হারাইয়াছি, ভাবিয়াছি আর বিস্মিত হইয়াছি এমন লেখনী কোন সাধারণে লিখিতে পারে! মুঢ়মতি বুঝিতে পারে নাই, যাঁহার মস্তকে সম্রাটের তাজ রহিয়াছে সে কোনকালেই সাধারণ নহে! আমি অধম জোনাকি, তাও আপনি আমারে স্মরণে রাখিয়াছেন ইহাই সৌভাগ্য। উত্তর দিতে বিলম্ব হইল, তাহার জন্য মার্জ্জনা চাহিতেছি, শরীর এখনো যথেষ্ট দুর্ব্বল সুস্থ হইতে সময় লাগিবে, তাই থামিয়া থমকিয়া কার্য্য করিতেছি। আপনার উপদেশ লইয়াছি, সরিৎ সাহেবকে নড়বড়ে ইংরেজিতে সমস্যাখানা বলিয়াছি, বাকি তাঁহার সিদ্ধান্ত।