Thread Rating:
  • 28 Vote(s) - 2.61 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL মৌয়ের যৌবনজ্বালা (সমাপ্ত)
ওরা দুজনে নতুন বিবাহিত কাপলের মতো বা প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে সমুদ্রের ধার ধরে হাঁটতে লাগলো। তাদের হাতে হাত রেখে হাঁটার মধ্যে রয়েছে ভাষাহীন নীরব প্রেম। আসলে নির্জনতার সঙ্গে প্রেমের একটা গভীর সম্পর্ক আছে। আর এখানকার নির্জনতা তাদের নিজেদের চিন্তাভাবনাগুলোকে ছুঁয়ে দেখার অবকাশ দিচ্ছে। সোজা কথায় পরস্পরকে ভালোবাসার অবকাশ দিচ্ছে।
আকাশে গোধূলি বেলার রঙের খেলা। সূর্য, আকাশ আর সমুদ্রের ত্রিকোণ প্রেম মিলে প্রকৃতির ক্যানভাসে সুচারু শিল্পের ছোঁয়া। সে এক মনোরম দৃশ্য। সমুদ্রের জলে সূর্যের চিকচিক করা আলো মুক্তোর মত স্বচ্ছ, সুন্দর। আর তার সাক্ষী আকাশের সীমানা। সমুদ্রতটে ভিড় সেভাবে নেই বললেই চলে। শুধু তারা দুজনে হাতে হাত রেখে চোখে চোখে কথা বলে চলেছে হৃদয়ের গভীরে জমে থাকা কথাগুলো, অনুচ্চারিত সেই কথাগুলো কেবল তারা দুজনেই বুঝতে পারছে। প্রকৃতির এই আলিঙ্গনে সারাদিনের ক্লান্তি উধাও। আস্তে আস্তে সময়ের চোখ রাঙানিতে সূর্য ডুবলো।

তারা দুজনে বালির ওপরেই বসে পড়লো। সামনে অসীম সমুদ্রে নিরন্তর ঢেউয়ের ভাঙা গড়া চলছে। সমুদ্রের জলে থাকা ফসফরাসের জন্য ঢেউগুলো শুভ্র সাদা ফেনার মুকুট পড়ে অবিরত তীরের দিকে এগিয়ে আসছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওদের দুজনের হাতের আঙুল এখনও পরস্পরকে পেঁচিয়ে ধরে আছে। হঠাৎ অনির কাঁধে মাথা রেখে মৌ গেয়ে উঠলো --
" আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায় ....... "

একটা সময় পর মনের সমস্ত মালিন্য , দুঃখ, কষ্ট সমুদ্রের কাছে গচ্ছিত রেখে তারা উঠে দাঁড়ালো। এগিয়ে গেলো রিসোর্টের রেস্টুরেন্টের দিকে। সেখানে ঘরের কোণার দিকে দেওয়াল ঘেঁষে একটা টেবিলে মুখোমুখি বসে পছন্দ মতো খাবার অর্ডার করলো। খাবার আসার পূর্বে মৌ একবার টয়লেট থেকে ঘুরে এলো। সেই ফাঁকে অনি শিলাজিতের টুকরোটা জলে ফেলে গুলে খেয়ে নিল।
ওয়েটার এসে খাবার সার্ভ করে দিয়ে যাওয়ার পর ওদের খাওয়া শুরু হলো। অনির মাথায় দুষ্টুমি ভর করলো , সে স্যান্ডেল থেকে পা বের করে সোজা মৌয়ের পাতার ওপর চাপ দেয় , তারপর সেই পা তার পেলব ও মসৃণ নিতম্ব বেয়ে সোজা ওর উরুসন্ধিতে পৌঁছে গেলো। উত্তেজনায় মৌয়ের চোখমুখ লাল হয়ে গেছে। সে কোনো রকমে মুখে হাত চাপা দিয়ে শিৎকারের শব্দ আটকে চোখ দিয়ে অনিকে অনুরোধ করলো ওরকম না করতে। অনি বাধ্য ছেলের মতো তা মেনে নিয়ে ভদ্র ,সভ্য মানুষের মতো খাবার খেতে লাগলো।
Like Reply


Messages In This Thread
RE: মৌয়ের যৌবনজ্বালা - by কলমচি৪৫ - 03-12-2022, 06:58 PM



Users browsing this thread: 6 Guest(s)