03-12-2022, 05:37 PM
(03-12-2022, 02:05 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা (২) Wrote: মহাভারতের একটী দোঁহা আপনাকে পুনঃস্মরণ করাইয়া দিই,
একজন পুরুষের জন্ম নারীক্রোড়ে, তাহার বাড়িয়া উঠা নারীর আদরে-শাসনে, সমগ্র জীবনের সঙ্গি হয় এক নারী, বার্ধক্য হইতে মৃত্যু অবধিও হয় কন্যা নয় পুত্রবধূর ছায়াতলে যত্নে অযত্নে কাটাইয়া এপারের মায়া ত্যাগ করে। পুরুষ বিনা নারী বাঁচিতে পারিবে কিন্তু নারী ব্যতিরেকে পুরুষ কেবল না মরিয়া থাকিবে এই যা! এমন নারীকুলের একজনকে কীরূপে কেবল মানবী বলিয়া দাগিয়া দিই!
অবশ্যই দেবী আপনার দোয়া পরম করুণাময় গ্রহণ করিবেন এই আশা আমিও রাখিতেছি।
সালাম
'আমি জান্নাতের দিকে তাকালাম এবং দেখলাম যে, এর অধিকাংশই দরিদ্র
বাসিন্দাদের; এবং আমি জাহান্নামের দিকে তাকালাম এবং দেখলাম যে এর অধিকাংশ অধিবাসী ছিল নারী।'
আমি *** কে বলতে শুনেছি। 'তিনটি জিনিস অশুভ: ঘোড়া, নারী এবং ঘর।'
একজন পুরুষ নারীর তুলনায় উত্তরাধিকারের দ্বিগুণ অংশ পায়। সূরা 4:11
*** বললেন, 'নারীর সাক্ষ্য কি পুরুষের অর্ধেকের সমান নয়?' মহিলারা বললেন,
'হ্যাঁ.' তিনি বললেন, 'নারীর মনের ঘাটতির কারণেই এমনটা হয়েছে।'