03-12-2022, 02:05 PM
(03-12-2022, 08:13 AM)sairaali111 Wrote:জনাব দেবশর্ম্মাজী । বাংলায় একটি বাজার-চালু প্রবাদ - যাহা গৈরিক-কথনে 'কহাবৎ' বলিয়া উল্লিখিত হয় - ''হাসবো না কাঁদবো'' । আপনার পরিস্হিতি , ঘটনাক্রম এবং প্রায়-সর্বৈব বিপর্যয় অবগত হইয়া ওই কহাবৎটিই মানস-মস্তিষ্কপটে চিড়িক দিয়া উঠিল । - তবে , দুইখান বাক্যি কহিব । ১. সায়রা কদাপি 'দেবী' নহে - নিতান্তই হাড়-মাস এবং ঈসে ঈসে-যুক্ত অকিঞ্চিৎকর মানবী । এবং ২. আল্লাহ্-র রহমতে আপনার সমস্ত প্রকার দুর্যোগ অচিরেই মহাশূণ্যে বিলীন হইবে - এইই মোনাজাৎ । - সালাম-প্রীতি ।
মহাভারতের একটী দোঁহা আপনাকে পুনঃস্মরণ করাইয়া দিই,
জীবনদাতা এক হ্যায়, সমদর্শী ভগবান
জ্যায়সী জিসকী পাত্রতা ব্যায়সা জীবন দান।
ত্বমস রজস সত্ত গুণবতী মাতা প্রকৃতি প্রধান।
জ্যায়সী জননী ভাবনা ব্যায়সী হী সন্তান।।
একজন পুরুষের জন্ম নারীক্রোড়ে, তাহার বাড়িয়া উঠা নারীর আদরে-শাসনে, সমগ্র জীবনের সঙ্গি হয় এক নারী, বার্ধক্য হইতে মৃত্যু অবধিও হয় কন্যা নয় পুত্রবধূর ছায়াতলে যত্নে অযত্নে কাটাইয়া এপারের মায়া ত্যাগ করে। পুরুষ বিনা নারী বাঁচিতে পারিবে কিন্তু নারী ব্যতিরেকে পুরুষ কেবল না মরিয়া থাকিবে এই যা! এমন নারীকুলের একজনকে কীরূপে কেবল মানবী বলিয়া দাগিয়া দিই!
অবশ্যই দেবী আপনার দোয়া পরম করুণাময় গ্রহণ করিবেন এই আশা আমিও রাখিতেছি। চুপিচুপি আপনাকে একটী কথা কই, সামনে ডাকাবুকো দেখাইলেও মরণকে আমি বড্ডো ভয় পাই। তাহাকে তুহু মম শ্যাম সমান বলিতে আমার ঘোর আপত্তি। শত্তুরের মুখে ছাই দিয়া পান চিবুতে চিবুতে কম করিয়া শত বৎসর কাটাইয়া দিব তাহার পর সে শ্যাম না রাম তাহার চিন্তা করিব ইহাই আমার গূঢ় অভিলিপ্সা বলিতে পারেন।
সালাম