03-12-2022, 01:25 PM
(03-12-2022, 05:32 AM)ray.rowdy Wrote:আরে, তোমার উপর দিয়ে এতো বড় ঝড় বয়ে গেলো জেনে খুবই খারাপ লাগলো. শরীর সবার আগে. আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর যা কিছু করার করো. শরীর যদি ঠিক থাকে তাহলে সব ঠিক.
আর হ্যাঁ, লেখা আর reputation points নিয়ে খুব একটা ভেবো না. দেখো, এখানে ভালো লেখার কদর হয়েই থাকে. তোমার যদি মনে হয়, নতুন profile খোলাতে তোমার পুরনো profile-এ যে reputation points গুলো পেয়েছিলে তা জলে যাবে, তবে ভেবো না. একটা পরামর্শ দিতে পারি - তোমার সেই গল্পদুটোকেই পুনরায় এই নতুন profile থেকে repost করো. এতোটুকু পরিচিতি ও পাঠক-পাঠিকাপ্রিয়তা তুমি কমিয়ে নিয়েছ যে সবাই খুব দরাজ ভাবেই সেই দুটো গল্পকে তার যথাযোগ্য সন্মান দেবে; শুধু তাই নয়, আরো বেশী দেবে - তোমার পরিস্থিতি জেনে. ভেবো না যে তোমাকে দয়া করে দেবে, তুমি যা লিখেছিলে তার সন্মানার্থেই প্রাপ্য বলেই দেবে. তো মনে কোনো সংকোচ না রেখে, বলবো যে, repost করো.
যা হোক, আগে সুস্থ হয়ে ওঠো. ভালো থেকো.
সহস্র ধন্যবাদ মহাশয়। শরীর ক্রমে সুস্থ হইতেছে। পূর্ব্বের তুলনায় ইদানীং অনেক ভাল বোধ করিতেছি। বৈদ্যবাটীতে রহিতে ইচ্ছা বিন্দুমাত্র নাই কিন্তু চিকিৎসক মহাশয় এত দ্রুত ছাড়িয়া দিবেন সে আশাও নাই। যাহা হউক, আপনি আমাকে স্মরণে রাখিয়াছেন এই অধমের ইহাই ভাগ্য। আপনাদের ভালবাসা পাহিয়াছি দুকলি কলম চালাইয়া গরিব ', আর কী চায়। দ্রুতই আবার কলম ধরিব। অবশ্যই, আপনার পরামর্শ গোচরে রাখিলাম সুস্থ হইলে পরে সরলবাবু আর রাজনন্দিনী দুই কাহিনী এইখানে পুনঃপ্রকাশ করিয়া দিব।