03-12-2022, 04:38 PM
(29-11-2022, 08:44 AM)sairaali111 Wrote:ray.rowdy জনাবজী , এবার আমার '' স্বীকারোক্তি '' । ১. শুধু অনঙ্গদেব কেন , কোন দেব-দেবীরই ধারেকাছে আমি নেই । না না , এটি ভেবে নেবেন না যে জন্মসূত্রে আমি একটি 'অ-পৌত্তলিক' পরিবারের সদস্য বলে দেব-দেবী প্রসঙ্গ টানছি । আমি , সামর্থ্য , যোগ্যতা , পড়াশুনা এবং প্রকাশ-গরিমায় - কোন কিছুতেই ঐ সব 'মহান'দের সাথে তুলনীয়ই নই । ২. একজনের 'লেখা'র পিছনে তাঁর মনন-চিন্তন অর্থাৎ 'সাঈকো-মোটর' কার্যকর থাকে । তার সাথে অন্য কারো মিশ্রণ ঘটাতে গেলে সেটি হয় - ''বিদেশী তলোয়ারের খাপে দেশী খাঁড়া ভরিবার ব্যায়াম ।'' এবং ৩. আপনার মতামত-মন্তব্য কিন্তু আপনার শিক্ষা-বিদ্যা-চেতনা-ভাবনা আর দর্শণকে উন্মুক্ত করে দিচ্ছে । তাই , 'অনঙ্গদেব' মন্দিরে [b]ray.rowdy-অধিষ্ঠানই বা সম্ভব নয় কেন ? - প্রীতি-সালাম ।[/b]
প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতো দেরীতে প্রত্যুত্তর দেওয়ার জন্য.
আপনি ঠিকই বলেছেন. একজন লেখক/লেখিকাকে অন্য একজন লেখক/লেখিকার অসমাপ্ত লেখা সম্পূর্ণ করার অনুরোধ ছেলেমানুষী ছাড়া আর কিছু নয়. সেটা আরো বড়ো পর্যায়ের হয়ে যায় যখন সেই অসমাপ্ত লেখা খুবই উঁচু দরের লেখা হয়. লেখাটা নিঃসন্দেহে একটা শিল্প, একটা কলা. একমাত্র ভাষার দখল থাকলেই যে লেখা খুব ভালো হবে, তা নয় - সঙ্গে গল্পের কাহিনীর ঘটনাবিন্যাস, গতি এবং গল্পের কাহিনীকে কিভাবে পাঠক/পাঠিকার কাছে তুলে ধরা হবে এবং আরো বেশ কয়েকটি বিষয় ঠিকঠাক থাকলে তবেই একটি ভালো লেখা হয়ে ওঠে. এখন একটি খুবই উঁচুমানের অসম্পূর্ণ লেখাকে সম্পূর্ণ করতে যাওয়ার পথে প্রথমতঃ সবচেয়ে বড় যে পরীক্ষার সম্মুখীন হতে হয় তা হলো গল্পের মান বজায় রাখা এবং এরপর, পূর্বতন লেখক/লেখিকার তার রচনার পেছনের মনন-চিন্তনের যথাযথ অনুধাবন করা. তাই কোনো দ্বিতীয় লেখক/লেখিকার জন্য অন্য একটি অসম্পূর্ণ উঁচুমানের রচনা সম্পূর্ণ করা বরাবরই যথেষ্ঠ কষ্টসাধ্য় কাজ হয়ে থাকে.
আমার উচিৎ ছিলো, ওই গল্পের ভাবধারার অনুসরণে আপনাকে একটি গল্প লেখার অনুরোধ করার. তাহলে হয়তো খুব একটা ভুল হতো না. যেমন একই কাহিনীকে এক একজন পরিচালক এক এক ভাবে নিজের মতো করে চিত্রায়ন করে এবং দর্শকের সামনে রাখে, তেমনি সেই একই গল্পের মূল বিষয়বস্তুকে এক একজন লেখক/লেখিকা নিজের মতো করে পাঠক/পাঠিকার কাছে তুলে ধরে.
এবার স্বপক্ষে কিছু সাফাই গাইবো. আমি Marketing-এ ছিলাম. আমরা party বুঝে আমাদের proposal কে manipulate করে তাদের সামনে রাখতাম. সোজা কথা, proposals are to be made on the basis of merit of the party. আমি এর আগেও আরো কয়েকজন লেখক/লেখিকাকে কোনো অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করার অনুরোধ করেছি. আর সেটা অনেক ভেবে-চিন্তে এবং নিজে থেকে আশ্বস্ত হবার পরই যে এই লেখক/লেখিকা এই অসম্পূর্ণ গল্পের মানের প্রতি সুবিচার করতে পারবে. আপনাকে অনুরোধ করার ক্ষেত্রেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি.
এখন আসছি, নিজের লেখার কথায়. আমি লেখার 'ক-খ'-ও লিখতে জানি না. গাধা পিটিয়ে হয়তো ঘোড়া কোনোদিন বানানো যেতে পারে, কিন্তু এই শর্ম্মা কখনও কিছু লিখতে পারবে না. কিছু আসেই না মাথায়. কি করবো বলুন !!!
আর হ্যাঁ, একটা সত্যি কথা বলবো. আপনি এই লেখার মান আগের দুটো লেখার চেয়ে বেশ কয়েক ধাপ উপরে নিয়ে গেছেন. বিশেষ করে গল্পের treatment. অসাধারণ পরিবর্তন - অবশ্যই ভালোর দিকে, উন্নতির দিকে. আপনার আগের লেখা দুটো খুব একটা পোষায়নি, বলে কিছুটা পড়ে আর পড়িনি. কিন্তু এই গল্পটা অসাধারণ হচ্ছে. আপনার ভাষার উপর দখল নিয়ে কখনও আমার মনে সন্দেহ ছিলো না, বরং শ্রদ্ধা ছিলো; কিন্তু আপনার গল্পের বুনোট তৈরী নিয়ে খুব একটা উঁচু ধারণা ছিলো না. কিন্তু আপনার এই লেখা আমার সেই ধারণাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে. একজন লেখিকা হিসেবে আপনি আমার চোখে অনেক উপরে ওঠে গেছেন. [আর সেই কারণেই সেই অসাধারণ গল্পটি সম্পূর্ণ করার জন্য অনুরোধ জানিয়ে ছিলাম; আপনাকে তো বেশ কয়েক বছর আগে থেকেই জানি, তখন কিন্তু করিনি.] আপনি আপনার লেখার এই মান দয়া করে বজায় রাখবেন - তাহলেই হবে. [বাকীটা আপনার কলম মানে key-board করে দেবে.]
আর সবার শেষে একটি প্রশ্ন করবো, আপনি "স্বীকারোক্তি"-র অন্ততঃ এক-দুটি অনুচ্ছেদ পড়েছেন কি ?
ভালো থাকবেন.