29-05-2019, 09:32 PM
#copied
আজ অনেকদিন পর আমি দেশে ফিরলাম। সেই কলেজ থেকে বেরিয়ে কাকার সুপারিশে একটা আইটি কোম্পানিতে চাকরি নিয়েআমেরিকায় পাড়ি দিয়েছিলাম। তারপর থেকে টানা পাঁচ বছর ওখানেই রয়েছি। বছরে দুই–তিন দিন ছুটি পেলে বাড়িতে মা–বাবারসাথে দেখা করতে আসলেও কোথাও সেরকম বেরোনোর সময় পেতাম না।
অনেকদিন ধরে এইচআর ম্যাডামকে তেল মাখানোর পর উনি অবশেষে ইন্ডিয়ায় আমার পোস্টিং করিয়ে দিলেন। একদেশ থেকেঅন্যদেশে শিফট করার জন্য কোম্পানি আমাকে দুই সপ্তাহের ছুটি দিল। তাই সেই ফাঁকে ভাবলাম একবার বাড়িটা ঘুরে যাই। তারউপর মা বলছিল আমার জন্য নাকি একটা সুন্দরী মেয়ে দেশে রেখেছে।
এই সুযোগে যদি মেয়ে দেখে পছন্দ হয়ে যায় তাহলে ভাবছি একেবারে বিয়ে করে বউ নিয়েই ব্যাঙ্গালোরে উঠবো। যেমন ভাবনা তেমনকাজ, প্রথমদিন বাড়ি এসেই বিকালে মেয়ে দেখতে গেলাম। গায়ের রঙ একটু শ্যামলা ছাড়া মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো।
যদিও বা বাঙালী মেয়েদের মেয়েদের গায়ের রঙ এরকমই হয় এবং দক্ষিণ ভারতে ওকে ভালোই মানাবে। সবথেকে বড় কথা মেয়েটিরআচার–ব্যবহার দেখে আমার বাড়ির লোকদের ওকে খুব পছন্দ হল। সুতরাং বিয়ের কথা একদম পাকা হয়ে গেল। ছুটি শেষ হয়েআসছে বলে পঞ্জিকা দেখে আটদিন পরেই আমার বিয়ে ঠিক হল।
বিয়ে নিয়ে এখন বাড়িতে বিশাল ব্যস্ততা। কেনাকাটা করা, নিমন্তন্ন করা সব মিলিয়ে এক হুলুস্থুলু ব্যপার। বাড়ির লোকরা সবআত্মীয়দের এবং আমি বন্ধুদের নিমন্ত্রণ করতে লেগে পরলাম। পাড়ারা ছোটবেলার বন্ধুরা ছাড়া কলেজের বন্ধু বলতে আমার প্রথমেইঅজিতের নাম মনে পড়ে। ওর জন্য আমি কোনোদিন কলেজে প্রথম হতে পারিনি। পাশ করে বেরোতে না বেরতেই অজিত নিজেররেসাল্ট দেখিয়ে একটা নামী কোম্পানির ভালো পদে ঢুকে পড়ল।
ওরা বিশাল মাইনে দিত ওকে! মনে মনে ওর সাথে আমার একটা প্রতিযোগিতা থাকেলও ও আমার খুব ভালো বন্ধু ছিল। হোস্টেলেদুজনে একসাথে থাকতাম। ও শুধু কলেজে ভালো রেসাল্টই করত না, ফার্স্ট ইয়ার থেকে ও কলেজের সবথেকে সুন্দরী মেয়ে ‘মিসফ্রেসার্স‘ এর সাথে চুটিয়ে প্রেমও করত। প্রথম দিন থেকেই কলেজের সিনিয়র থেকে সহপাঠী সকলেই সুলতার সাথে আলাপ করার জন্যমুখিয়ে ছিল। ও যখন হেটে যেত তখন ওর নিটোল স্তন–নিতম্বের দুলুনি দেখার জন্য কলেজের ঝাড়ুদার থেকে প্রফেসররা সবাই হাঁ করেতাকিয়ে থাকতো।
কিন্তু অজিত যেহেতু ক্লাসের ফার্স্ট বয় ছিল সেইজন্য ও মাঝেমধ্যে পড়া বুঝতে লাইব্রেরিতে অজিতের কাছে আসতো। এইভাবে দুইজনেএকসাথে পড়াশুনো করতে করতে একজন আরেকজনের প্রতি প্রেমে পড়ে গেল। তবে সুলতা খুব ভদ্র মেয়ে ছিল।কলেজে পড়াকালীনওর কাছে অনেকবার সিনেমাতে অভিনয় করার প্রস্তাব এসেছিল। কিন্তু প্রেমিকের আপত্তিতে ও সেসব প্রস্তাব নাকচ করে দেয়।
আমি মাঝেমধ্যে অজিতের কাছে ওদের প্রেমের গল্প শুনতাম। ও বলত, সুলতা নাকি কোনোদিন অজিতকে নিজের গালে ছাড়া ঠোঁটেচুমু খেতে দেয়নি। আমি ভাবতাম অজিত মনে হয় গুল দিচ্ছে। তাই লুকিয়ে চুরিয়ে অনেক নির্জন জায়গায় ওদের প্রেম দেখেছি, কিন্তুকোনোদিনও ওদেরকে আপত্তিকর অবস্থায় দেখিনি।
আগের বছর ওর কাছে ফেসবুকে শুনেছিলাম সুলতাকে বিয়ে করবে বলে ও নাকি ঢাকা শহরের বুকেই একটা বিশাল ফ্লাট কিনেছে।তারপর ফেসবুকে ওদের বিয়ের ছবিও দেখেছিলাম। কিন্তু চাকরির চাপে ওদের সাথে কোনোদিন দেখা করার সুযোগ হয়নি। তাইভাবলাম আমার বিয়েতে নিমন্ত্রণ করার ফাঁকে ওদের সাথে একবার দেখাও হয়ে যাবে।
সেইজন্য ওর বাড়ি যাব বলে আমি অজিতকে ফোন করলাম। কিন্তু অনেকবার রিং হয়ে যাওয়ার পরেও ফোন ধরছে না দেখে আমিভাবলাম ওর পুরনো নম্বর এখন নেই বোধহয়। তারপর ফেসবুক ঘেঁটে ওর নতুন ফ্লাটের ঠিকানাটা বের করলাম এবং সন্ধ্যেবেলায়ট্যাক্সি ধরে সেখানে রওনা দিলাম।
অজিতের দেওয়া ঠিকানা অনুযায়ী যথাযথ ফ্লাটের সামনে গিয়ে আমি কলিং বেল বাজালাম। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে অজিতবেরিয়ে এলো। অনেকদিন পড়ে পুরনো বন্ধুকে দেখে আমি জড়িয়ে ধরলাম। কাছে আসতেই দেখলাম ওর গা থেকে বোটকা মদের গন্ধবেরোচ্ছে। অজিত তো কোনোদিন নেশাটেশা করত না! তাহলে কবে থেকে এই মদ খাওয়া ধরেছে? নিশ্চয়ই অফিস পার্টিতে গিয়ে এইবাজে নেশা ধরিয়েছে। নেশার ঘোরে ও ঠিকঠাক দাঁড়াতেও পারছিল না, হাত–পা টলছিল। আমাকে দেখেই ও জিজ্ঞাসা করল
– “কিরে, কবে ফিরলি দেশে?”
– “এই তো তিন–চার দিন আগে!”
– “আয় ঘরে আয়। ভিতরে এসে বোস।”
আমি জুতো খুলে ঘরে এসে দেখি, বিশাল ফ্লাটখানা একদম অগোছালো ছড়ান–ছিটান অবস্থায় রয়েছে। ঘরে আর কাউকে দেখতে নাপেয়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম
– “কিরে, সুলতা কোথায়?”
– “ও সৌদি গেছে?”
– “কেন? ও ওখানে চাকরি করে নাকি?”
– “না একটা অফিস ট্যুরে গেছে। এই কয়েকমাস হল আমার কোম্পানিতে ও একটা ছোটখাটো কাজ করছে।”
– “বাঃ! বউকে কখনো দু চোখের আড়াল করবি না বলে নিজের কোম্পানিতেই ওকে ঢুকিয়ে দিয়েছিস?”
– “না না! সেরকম কিছু না। আয়, এই সোফাতে বয়। কি খাবি বল?”
– “বউ বাড়ি নেই আর সেই সুযোগে নিজে ঘরে বসে নেশা করছিস? সুলতা এলে কিন্তু আমি সব কথা বলে দেব।”
– “আরে না না, কোথায় নেশা করছি? তা এবারে কি মনে করে এলি? কয়দিন থাকবি?”
– “বিয়ে করব বলে এসেছি। আগামী মঙ্গলবার আমার বিয়ে। সেইজন্যই তো তোকে আর সুলতাকে নিমন্ত্রণ করতে এসেছি।”
– “বাঃ বেশ! তাহলে তুই ও শেষমেশ সংসারী হচ্ছিস। তুই একটু ওয়েট কর। আমি একটু হাত–মুখ ধুয়ে আসছি। আমি এই সবে অফিসথেকে এলাম।”
– “হ্যাঁ… হ্যাঁ… তুই ফ্রেস হয়ে নে। আমি এখানে আছি। যা গরম পড়েছে!”
– “টিভিটা চালিয়ে দিচ্ছি, বসে বসে দেখ।”
– “না না তার কোন দরকার নেই। তুই যা…”
– “চা খাবি?”
– “তোকে আর এখন আমার জন্য কষ্ট করতে হবে না।”
– “কষ্ট না, আমিও এখন চা খাবো। খেলে বল, তাহলে দুইকাপ বানাচ্ছি।”
– “ঠিক আছে, বানা।”
ও আমাকে বসিয়ে রেখে ভিতরের ঘরে চলে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম ঘরে পড়ার মতো একটা ম্যাগাজিনও নেই। আজকেরখবরের কাগজটা মেঝেতে পড়ে আছে, তবে সেটা দলা পাকিয়ে ছেঁড়াবোড়া অবস্থায়। সেজন্য টাইম পাস করার জন্য পকেট থেকেমোবাইলটা বের করে ফেসবুক ঘাঁটাঘাঁটি করতে লাগলাম। হটাতই চোখে পড়ল সামনে ছোট টেবিলে একটা ডায়েরি রাখা আছে।
আমি জানতাম অজিতের ডায়েরি লেখার অভ্যেস আছে। হোস্টেলে অনেকবার লুকিয়ে লুকিয়ে ওর ডায়েরি পড়েছিলাম। সেখান থেকেইপ্রথমবার ওর আর সুলতার মধ্যে প্রেমের ব্যাপারটা আমি জানতে পারি। দেখলাম ডায়েরির ফাঁকে একটা পেনও গোঁজা আছে।
আমি আসার আগে ও ডায়েরিই লিখছিল হয়তো। ভাবলাম একবার ডায়েরিটা নিয়ে একটু পড়ি। তারপর ভাবলাম না; এখন বড় হয়েগেছি, ওর বিয়ে হয়ে গেছে, তাই ওর ব্যক্তিগত জিনিস পড়া ঠিক হবে না। তারপর আবার ভাবলাম আমরা বন্ধুই তো। তার উপরআবার ও এখন মাল খেয়ে রয়েছে, ওর স্নান করতে এখন অনেক সময় লাগবে, এই সুযোগে একটু পড়েই দেখি মালটা কি করেবেড়াচ্ছে?
চারিদিকে তাকিয়ে উঠে গিয়ে ডায়েরিটা হাতে নিলাম। দেখলাম মোটা দামী ডায়েরি, বাংলা ক্যালেন্ডার মেনে বানানো, হাতে ধরেইবেশ ভক্তি আসে। সামনেই বাংলা নববর্ষ আসছে বলে ডায়েরিটা প্রায় শেষ হয়ে এসেছে। পাতা উল্টে শেষের দিকে কয়েক পৃষ্ঠা দেখতেইআমার চক্ষু ছানাবড়া হয়ে গেল! এমন ইন্টারেস্টিং দিনপঞ্জিকা আমি জীবনে পড়িনি। এটা পুরোটা না পড়া অবধি আমার আর আজকেঘুম আসবে না। প্রথমে ভাবলাম এটা চুরি করে নি।
তারপর চিন্তা করে দেখলাম, চুরি করলে ব্যপারটা খারাপ হবে। তারথেকে বরং পকেটে মোবাইল আছে, অজিত স্নান করে বেরোনোরআগে এই মোবাইল দিয়ে ডায়েরির যতগুলো সম্ভব পাতা ছবি তুলে নি। অজিত স্নান করে বেরোনোর আগে, আমি ডায়েরির একঘেঁয়েঘটনাগুলো বাদ দিয়ে মোটামুটি এক–দেড়শ পাতার ছবি তুলে নিলাম। তারপর বাথরুম থেকে বেরিয়ে আমার জন্য কিছু খাবারকিনতে ও আবার যখন বাইরে গেল তখন আরও প্রায় শ‘খানেক পৃষ্ঠার ছবি তুলে নিলাম।
আজ অনেকদিন পর আমি দেশে ফিরলাম। সেই কলেজ থেকে বেরিয়ে কাকার সুপারিশে একটা আইটি কোম্পানিতে চাকরি নিয়েআমেরিকায় পাড়ি দিয়েছিলাম। তারপর থেকে টানা পাঁচ বছর ওখানেই রয়েছি। বছরে দুই–তিন দিন ছুটি পেলে বাড়িতে মা–বাবারসাথে দেখা করতে আসলেও কোথাও সেরকম বেরোনোর সময় পেতাম না।
অনেকদিন ধরে এইচআর ম্যাডামকে তেল মাখানোর পর উনি অবশেষে ইন্ডিয়ায় আমার পোস্টিং করিয়ে দিলেন। একদেশ থেকেঅন্যদেশে শিফট করার জন্য কোম্পানি আমাকে দুই সপ্তাহের ছুটি দিল। তাই সেই ফাঁকে ভাবলাম একবার বাড়িটা ঘুরে যাই। তারউপর মা বলছিল আমার জন্য নাকি একটা সুন্দরী মেয়ে দেশে রেখেছে।
এই সুযোগে যদি মেয়ে দেখে পছন্দ হয়ে যায় তাহলে ভাবছি একেবারে বিয়ে করে বউ নিয়েই ব্যাঙ্গালোরে উঠবো। যেমন ভাবনা তেমনকাজ, প্রথমদিন বাড়ি এসেই বিকালে মেয়ে দেখতে গেলাম। গায়ের রঙ একটু শ্যামলা ছাড়া মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো।
যদিও বা বাঙালী মেয়েদের মেয়েদের গায়ের রঙ এরকমই হয় এবং দক্ষিণ ভারতে ওকে ভালোই মানাবে। সবথেকে বড় কথা মেয়েটিরআচার–ব্যবহার দেখে আমার বাড়ির লোকদের ওকে খুব পছন্দ হল। সুতরাং বিয়ের কথা একদম পাকা হয়ে গেল। ছুটি শেষ হয়েআসছে বলে পঞ্জিকা দেখে আটদিন পরেই আমার বিয়ে ঠিক হল।
বিয়ে নিয়ে এখন বাড়িতে বিশাল ব্যস্ততা। কেনাকাটা করা, নিমন্তন্ন করা সব মিলিয়ে এক হুলুস্থুলু ব্যপার। বাড়ির লোকরা সবআত্মীয়দের এবং আমি বন্ধুদের নিমন্ত্রণ করতে লেগে পরলাম। পাড়ারা ছোটবেলার বন্ধুরা ছাড়া কলেজের বন্ধু বলতে আমার প্রথমেইঅজিতের নাম মনে পড়ে। ওর জন্য আমি কোনোদিন কলেজে প্রথম হতে পারিনি। পাশ করে বেরোতে না বেরতেই অজিত নিজেররেসাল্ট দেখিয়ে একটা নামী কোম্পানির ভালো পদে ঢুকে পড়ল।
ওরা বিশাল মাইনে দিত ওকে! মনে মনে ওর সাথে আমার একটা প্রতিযোগিতা থাকেলও ও আমার খুব ভালো বন্ধু ছিল। হোস্টেলেদুজনে একসাথে থাকতাম। ও শুধু কলেজে ভালো রেসাল্টই করত না, ফার্স্ট ইয়ার থেকে ও কলেজের সবথেকে সুন্দরী মেয়ে ‘মিসফ্রেসার্স‘ এর সাথে চুটিয়ে প্রেমও করত। প্রথম দিন থেকেই কলেজের সিনিয়র থেকে সহপাঠী সকলেই সুলতার সাথে আলাপ করার জন্যমুখিয়ে ছিল। ও যখন হেটে যেত তখন ওর নিটোল স্তন–নিতম্বের দুলুনি দেখার জন্য কলেজের ঝাড়ুদার থেকে প্রফেসররা সবাই হাঁ করেতাকিয়ে থাকতো।
কিন্তু অজিত যেহেতু ক্লাসের ফার্স্ট বয় ছিল সেইজন্য ও মাঝেমধ্যে পড়া বুঝতে লাইব্রেরিতে অজিতের কাছে আসতো। এইভাবে দুইজনেএকসাথে পড়াশুনো করতে করতে একজন আরেকজনের প্রতি প্রেমে পড়ে গেল। তবে সুলতা খুব ভদ্র মেয়ে ছিল।কলেজে পড়াকালীনওর কাছে অনেকবার সিনেমাতে অভিনয় করার প্রস্তাব এসেছিল। কিন্তু প্রেমিকের আপত্তিতে ও সেসব প্রস্তাব নাকচ করে দেয়।
আমি মাঝেমধ্যে অজিতের কাছে ওদের প্রেমের গল্প শুনতাম। ও বলত, সুলতা নাকি কোনোদিন অজিতকে নিজের গালে ছাড়া ঠোঁটেচুমু খেতে দেয়নি। আমি ভাবতাম অজিত মনে হয় গুল দিচ্ছে। তাই লুকিয়ে চুরিয়ে অনেক নির্জন জায়গায় ওদের প্রেম দেখেছি, কিন্তুকোনোদিনও ওদেরকে আপত্তিকর অবস্থায় দেখিনি।
আগের বছর ওর কাছে ফেসবুকে শুনেছিলাম সুলতাকে বিয়ে করবে বলে ও নাকি ঢাকা শহরের বুকেই একটা বিশাল ফ্লাট কিনেছে।তারপর ফেসবুকে ওদের বিয়ের ছবিও দেখেছিলাম। কিন্তু চাকরির চাপে ওদের সাথে কোনোদিন দেখা করার সুযোগ হয়নি। তাইভাবলাম আমার বিয়েতে নিমন্ত্রণ করার ফাঁকে ওদের সাথে একবার দেখাও হয়ে যাবে।
সেইজন্য ওর বাড়ি যাব বলে আমি অজিতকে ফোন করলাম। কিন্তু অনেকবার রিং হয়ে যাওয়ার পরেও ফোন ধরছে না দেখে আমিভাবলাম ওর পুরনো নম্বর এখন নেই বোধহয়। তারপর ফেসবুক ঘেঁটে ওর নতুন ফ্লাটের ঠিকানাটা বের করলাম এবং সন্ধ্যেবেলায়ট্যাক্সি ধরে সেখানে রওনা দিলাম।
অজিতের দেওয়া ঠিকানা অনুযায়ী যথাযথ ফ্লাটের সামনে গিয়ে আমি কলিং বেল বাজালাম। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে অজিতবেরিয়ে এলো। অনেকদিন পড়ে পুরনো বন্ধুকে দেখে আমি জড়িয়ে ধরলাম। কাছে আসতেই দেখলাম ওর গা থেকে বোটকা মদের গন্ধবেরোচ্ছে। অজিত তো কোনোদিন নেশাটেশা করত না! তাহলে কবে থেকে এই মদ খাওয়া ধরেছে? নিশ্চয়ই অফিস পার্টিতে গিয়ে এইবাজে নেশা ধরিয়েছে। নেশার ঘোরে ও ঠিকঠাক দাঁড়াতেও পারছিল না, হাত–পা টলছিল। আমাকে দেখেই ও জিজ্ঞাসা করল
– “কিরে, কবে ফিরলি দেশে?”
– “এই তো তিন–চার দিন আগে!”
– “আয় ঘরে আয়। ভিতরে এসে বোস।”
আমি জুতো খুলে ঘরে এসে দেখি, বিশাল ফ্লাটখানা একদম অগোছালো ছড়ান–ছিটান অবস্থায় রয়েছে। ঘরে আর কাউকে দেখতে নাপেয়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম
– “কিরে, সুলতা কোথায়?”
– “ও সৌদি গেছে?”
– “কেন? ও ওখানে চাকরি করে নাকি?”
– “না একটা অফিস ট্যুরে গেছে। এই কয়েকমাস হল আমার কোম্পানিতে ও একটা ছোটখাটো কাজ করছে।”
– “বাঃ! বউকে কখনো দু চোখের আড়াল করবি না বলে নিজের কোম্পানিতেই ওকে ঢুকিয়ে দিয়েছিস?”
– “না না! সেরকম কিছু না। আয়, এই সোফাতে বয়। কি খাবি বল?”
– “বউ বাড়ি নেই আর সেই সুযোগে নিজে ঘরে বসে নেশা করছিস? সুলতা এলে কিন্তু আমি সব কথা বলে দেব।”
– “আরে না না, কোথায় নেশা করছি? তা এবারে কি মনে করে এলি? কয়দিন থাকবি?”
– “বিয়ে করব বলে এসেছি। আগামী মঙ্গলবার আমার বিয়ে। সেইজন্যই তো তোকে আর সুলতাকে নিমন্ত্রণ করতে এসেছি।”
– “বাঃ বেশ! তাহলে তুই ও শেষমেশ সংসারী হচ্ছিস। তুই একটু ওয়েট কর। আমি একটু হাত–মুখ ধুয়ে আসছি। আমি এই সবে অফিসথেকে এলাম।”
– “হ্যাঁ… হ্যাঁ… তুই ফ্রেস হয়ে নে। আমি এখানে আছি। যা গরম পড়েছে!”
– “টিভিটা চালিয়ে দিচ্ছি, বসে বসে দেখ।”
– “না না তার কোন দরকার নেই। তুই যা…”
– “চা খাবি?”
– “তোকে আর এখন আমার জন্য কষ্ট করতে হবে না।”
– “কষ্ট না, আমিও এখন চা খাবো। খেলে বল, তাহলে দুইকাপ বানাচ্ছি।”
– “ঠিক আছে, বানা।”
ও আমাকে বসিয়ে রেখে ভিতরের ঘরে চলে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম ঘরে পড়ার মতো একটা ম্যাগাজিনও নেই। আজকেরখবরের কাগজটা মেঝেতে পড়ে আছে, তবে সেটা দলা পাকিয়ে ছেঁড়াবোড়া অবস্থায়। সেজন্য টাইম পাস করার জন্য পকেট থেকেমোবাইলটা বের করে ফেসবুক ঘাঁটাঘাঁটি করতে লাগলাম। হটাতই চোখে পড়ল সামনে ছোট টেবিলে একটা ডায়েরি রাখা আছে।
আমি জানতাম অজিতের ডায়েরি লেখার অভ্যেস আছে। হোস্টেলে অনেকবার লুকিয়ে লুকিয়ে ওর ডায়েরি পড়েছিলাম। সেখান থেকেইপ্রথমবার ওর আর সুলতার মধ্যে প্রেমের ব্যাপারটা আমি জানতে পারি। দেখলাম ডায়েরির ফাঁকে একটা পেনও গোঁজা আছে।
আমি আসার আগে ও ডায়েরিই লিখছিল হয়তো। ভাবলাম একবার ডায়েরিটা নিয়ে একটু পড়ি। তারপর ভাবলাম না; এখন বড় হয়েগেছি, ওর বিয়ে হয়ে গেছে, তাই ওর ব্যক্তিগত জিনিস পড়া ঠিক হবে না। তারপর আবার ভাবলাম আমরা বন্ধুই তো। তার উপরআবার ও এখন মাল খেয়ে রয়েছে, ওর স্নান করতে এখন অনেক সময় লাগবে, এই সুযোগে একটু পড়েই দেখি মালটা কি করেবেড়াচ্ছে?
চারিদিকে তাকিয়ে উঠে গিয়ে ডায়েরিটা হাতে নিলাম। দেখলাম মোটা দামী ডায়েরি, বাংলা ক্যালেন্ডার মেনে বানানো, হাতে ধরেইবেশ ভক্তি আসে। সামনেই বাংলা নববর্ষ আসছে বলে ডায়েরিটা প্রায় শেষ হয়ে এসেছে। পাতা উল্টে শেষের দিকে কয়েক পৃষ্ঠা দেখতেইআমার চক্ষু ছানাবড়া হয়ে গেল! এমন ইন্টারেস্টিং দিনপঞ্জিকা আমি জীবনে পড়িনি। এটা পুরোটা না পড়া অবধি আমার আর আজকেঘুম আসবে না। প্রথমে ভাবলাম এটা চুরি করে নি।
তারপর চিন্তা করে দেখলাম, চুরি করলে ব্যপারটা খারাপ হবে। তারথেকে বরং পকেটে মোবাইল আছে, অজিত স্নান করে বেরোনোরআগে এই মোবাইল দিয়ে ডায়েরির যতগুলো সম্ভব পাতা ছবি তুলে নি। অজিত স্নান করে বেরোনোর আগে, আমি ডায়েরির একঘেঁয়েঘটনাগুলো বাদ দিয়ে মোটামুটি এক–দেড়শ পাতার ছবি তুলে নিলাম। তারপর বাথরুম থেকে বেরিয়ে আমার জন্য কিছু খাবারকিনতে ও আবার যখন বাইরে গেল তখন আরও প্রায় শ‘খানেক পৃষ্ঠার ছবি তুলে নিলাম।