02-12-2022, 02:40 AM
মানালি, অনুর মনে কি চলছে, ও কবে যাবে সুচরিতার সঙ্গে দেখা করতে? আদৌ কি যাবে ? একটা সুযোগ দেবে সুচরিতাকে নিজের দিকের ঠিক-ভুলের কৈফিয়ৎটা জানানোর ? রাজ ও আদিত্যর মনেই বা এখন কি চলছে ? আর সবচেয়ে বড় কথা, সমীরের মানসিকভাবে এখন কি অবস্থায় রয়েছে ?
হ্যাঁ, তোমার বাকী অসমাপ্ত গল্পগুলিরও দারুণ সম্ভাবনা রয়েছে. ক্যান্সারে আক্রান্ত মৃত্যুপথযাত্রী স্বামীর অনুরোধ তার প্রিয়তমা স্ত্রী মেনে নিয়ে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে কতোটা সময় নেবে তা জানার জন্য মুখিয়ে রয়েছি. আর "কাকোল্ড স্বামী কিভাবে স্ত্রীকে রাজী করালো" গল্পটিকে কি কে আরো কিছুটা এগিয়ে নেওয়া যায় না - কাহিনীর দিক থেকে কিন্তু সে সম্ভাবনা রয়েছে.
ভালো থেকো. প্রত্যেকটি গল্পের নতুন পর্বের অপেক্ষায় রয়েছি.