01-12-2022, 06:04 PM
(01-12-2022, 04:54 PM)Sanjay Sen Wrote: ভালো সময় এবং খারাপ সময় দুটোই আসে পারফর্ম করার ক্ষেত্রে। যারা সত্যিকারের পারফর্মার হয়, তারা ভালো সময় থাকতে থাকতেই অবসর গ্রহণ করে। ঠিক যেমন গাভাস্কার থেকে সৌরভ গাঙ্গুলী, ভিভিয়ান রিচার্ডস থেকে ব্র্যায়ান লারা .. এনারা সবাই নিজের পিক টাইমে খেলা ছেড়ে দিয়েছিল। তুমিও একজন পারফর্মার। এই ফোরামের লেখক হিসেবে এখন নিজের সেরা সময় অবস্থান করছো তুমি। you're the best এই মুহূর্তে। তাই আমি আশা রাখি লেখার মান পড়ে যাওয়ার আগেই এইরকম রাজকীয় ভঙ্গিতেই উপন্যাসটা শেষ করো তুমি। যাতে অনেক দিন আমরা মনে রাখতে পারি তোমার এই উপন্যাসটিকে .. ঠিক যেমন চক্রব্যূহে শ্রীতমা কে মনে রেখেছি। এটা কে spoiler হিসেবে নিয়ে তোমার অনেক প্রিয় পাঠকেরা আমাকে গালাগালি করতে পারে। কিন্তু আমি কি বলতে চাইছি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারবে।
না দাদা, তোমার এই কথাগুলোর মানে আমিও কিছু বুঝতে পারলাম না। উপন্যাস শেষ হবার নির্দিষ্ট সময়েই শেষ হবে .. তার আগে বা পরে হবে না।

