01-12-2022, 03:42 PM
(01-12-2022, 03:19 PM)ddey333 Wrote: ক্ষমতা থাকলে শ্রীমান বাবানকে এই গল্পের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দিতাম আমি !!
তোমার এই মতামত এর থেকে বড়ো পুরস্কার আর কিছু নেই। চেষ্টার ফল পেয়ে গেছি
(01-12-2022, 03:29 PM)Bumba_1 Wrote: তার একটি অজানা অতীত আছে। কত বছর আগেকার কথা এখন ঠিক ভালো করে মনে পড়ে না। ভয়ঙ্কর অথচ উত্তেজক কিছু মধুর আবার কিছু তিক্ত স্মৃতি আছে সেই অতীতে। অতীতগুলো হায়না হয়ে তার পাশে ঘুরে বেড়ায়। ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার বর্তমানে। সে ফেলে আসতে চায় তার অজানা অতীত। দূরে.. বহু দূরে.. আবার মাঝে মাঝে ইচ্ছে হয় অতীত নিয়ে ভেবে মনে একটু বিষ ঢালি। চোখের জলে ভিজিয়ে দিই অতীতের দিনগুলি। আবার কখনো এমনও ইচ্ছে হয় রাত জেগে অতীতের সুখস্মৃতি হাতড়ে বেড়াতে। তবু সে ঘুমিয়ে পড়ে নতুন স্বপ্নের মোহে জড়াতে! অতীত আছে তার, বিচ্ছিরি অতীত .. সুখে ভরা কিছু অতীতও রয়েছে এই জীবনে। তবুও সে ভুলে চায় সবকিছু, বাঁচতে চায় বর্তমান আর ভবিষ্যতের গানে। তবে কিছু অতীত পুষতে ইচ্ছে করে, ক্ষত বিক্ষত করতে ইচ্ছে করে নিজেকে সেই নোংরা অতীতের আঙিনায়। তাই সে বিসর্জন রচনা করে অতীতের .. নিজের প্রয়োজনে। তাকে আবার ফিরে আসতে হবে যে .. নতুন রূপে, নতুন সাজে, নতুন রঙে।
brilliant
অপার মনের লুকানো কথা ♥️