01-12-2022, 10:49 AM
(03-11-2022, 02:08 PM)Bumba_1 Wrote:চাঁদের সাথে সূর্য যেমন, ভাইয়ের সাথে বোনসম্পর্ক না ছিন্ন হবে, তারা আপনজন।চিন্তাধারার ভিন্নতা থাক, হোক না ঝগড়াঝাটিতবু তাদের মাঝেই পাবে অকৃত্রিম খুনসুটি।দূরত্বটা যতই থাকুক, অভিন্ন আত্নাআপন মাঝেই তাদের পাওয়া সকল পূর্নতা।সুসময়ে ছায়ার মতো যদিও থাকে পাশে,বিপদেতে সবার আগে তারাই কিন্তু আসে।বায়না তাদের হরেক রকম, আবদারের পসরামিললে ভালো, না মিললেও নেই তেমন ঝামেলা।গ্রহণ লাগুক চন্দ্রে সূর্যে; ভাইয়ে বোনে নারক্ত তাদের বলে কথা, এক যে তাদের মা।সম্পর্কটা অটুট থাকুক, অটুট বন্ধনসুভাষ ছড়ায় ভাইয়ে-বোনে, যেন চন্দন।পবিত্রতার মানে লোকে শিখুক তাদের থেকেসম্পর্কের গভীরতা মাপুক বিশ্বলোকে।
mono mugdhukar kabita