01-12-2022, 10:10 AM
(This post was last modified: 01-12-2022, 10:11 AM by Somnaath. Edited 1 time in total. Edited 1 time in total.)
হে মহান লেখক, তোমার এই অপূর্ব এবং অসাধারণ লেখনীতে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। এই উপন্যাস শুরু হয়েছিল পারিবারিক টানাপোড়েন, বিশ্বাসঘাতকতা, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এবং যৌনতা দিয়ে। তারপর এলো রোমাঞ্চে ভরা কিছু পর্ব। এখন এটি এই ফোরামের সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক উপন্যাসগুলির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেল, তার সঙ্গে থ্রিলিং এলিমেন্ট তো আছেই - এ কথা নির্দ্বিধায় বলা যায়। আলাদা করে বিশ্লেষণে যাচ্ছি না - এই ভাবেই এগিয়ে চলো, সাথে আছি।