Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(01-12-2022, 01:13 AM)Boti babu Wrote: এখনো অনেক বাকি ছবি মাত্র শুরু হয়েছে । অসাধারণ ভাবে কাম আর ভালোবাসার ব্যাখ্যা দিলা । গোগোল আর হিয়া প্রথম প্রমঘন চুম্বন সাথে হিয়াকে বুঝানো এক কথাই দারুণ।  আমাদের সমাজে এমন অনেক কীট আছে যারা রাস্তার পাগলকেও ভোগের বস্তু ভাবে, বাস্তবে দেখেছি , আমি ওখন তবলা শিখতাম মিউজিক কলেজে সন 1998 হবে ক্লাস 6 এ পড়ি মিউজিক কলেজের সামনে এক নগ্ন বছর 25/30 পাগলি বসে থাকতো যদিও ভয়ে তার দিকে তাকাতাম না। সরকার থেকে অনেক বার ওকে মানসিক রোগের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  ও বারবার  সেখান থেকে পালিয়ে এসেছিল। একদিন কলেজে সামনে দেখলাম ওবসে আছে আর ওর পেট ভীষন ভাবে ফুলে আছে। দিন যায় মাস যায় তার পেট ফুলতে থাকলো তারপর সরকার থেকে ডেলিভারির সময় হসপিটাল ভর্তি করা হয়। মিউজিক কলেজের কাছাকাছি সরকারি হাসপাতাল আর হাসপাতালের কাছাকাছি আমার কলেজ  ছিল তাই সব দেখতাম আশা যাওয়ার সময়। ওর একটা ফুটফুটে ছেলে হয়। সরকার থেকে বাচ্চাটাকে সরকারি হোমে দিয়ে দেয় তার পর ।
এখন প্রশ্ন হচ্ছে ঐ পাগলির বাচ্চার বাবা কে ছিল????
পাগলের কাহিনীর এখানেই শেষ নয় তার আরেকটা বাচ্চা হয়ে ছিল ও নগ্ন হয়ে পুরু শহর ঘুরে বেড়াতো ঐ সাত মাসের গর্ভবতী অবস্থায়। দেখতাম কত হায়নার চোখ ওর দিকে তাকিয়ে থাকতো।
এখানেও প্রশ্ন পাগলির দ্বিতীয় বাচ্চার বাবা কে?????
এখানেই যদি ঐ পাগলির কাহিনীর শেষ হলে মনে হয় ভালো হতো কিন্তু তারপরে যা হয়েছিল ওর সঙ্গে তা বলতে সত্যিই পারবো না।
আর ইচ্ছা করছে না কিছু বলতে দাদা।

তোমার এই কথাগুলো শোনার পর আর কিছু বলা যায় না। জয় গোস্বামীর কবিতার কয়েকটি লাইন লিখলাম। সময় পেলে পড়ো, ভালো লাগবে।


পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন
এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা
পাগলী, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু’কদম।

অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে
তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙব কাঁচের বাসন
পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ৪২ কাটাব জীবন।

মেঘে মেঘে বেলা বাড়বে, ধনে পুত্রে লক্ষ্মী লোকসান
লোকাসান পুষিয়ে তুমি রাঁধবে মায়া প্রপন্ঞ্চ ব্যন্জ্ঞন
পাগলী, তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে ঝোলভাত জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে মাংসরুটি কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে চার অক্ষর কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে বই দেখব প্যারামাউন্ট হলে
মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্রসদন
পাগলী, তোমার সঙ্গে নাইট্যশালা জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে কলাকেন্দ্র কাটাব জীবন।

     পাগলী, তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ‘কী মিথ্যুক’ কাটাব জীবন।

এক হাতে উপায় করব, দুহাতে উড়িয়ে দেবে তুমি
রেস খেলব জুয়া ধরব ধারে কাটাব সহস্র রকম
লটারি, তোমার সঙ্গে ধনলক্ষ্মী জীবন কাটাব
লটারি, তোমার সঙ্গে মেঘধন কাটাব জীবন।

দেখতে দেখতে পুজো আসবে, দুনিয়া চিত্‍কার করবে সেল
দোকানে দোকানে খুঁজব রূপসাগরে অরূপরতন
পাগলী, তোমার সঙ্গে পুজোসংখ্যা জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে রিডাকশনে কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ফুলপেজ কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে লে আউট জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে লে হালুয়া কাটাব জীবন।

কবিত্ব ফুড়ুত্‍ করবে, পিছু পিছু ছুটব না হা করে
বাড়ি ফিরে লিখে ফেলব বড়ো গল্প উপন্যাসোপম
পাগলী, তোমার সঙ্গে কথাশিল্প জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে বকবকম কাটাব জীবন।

নতুন মেয়ের সঙ্গে দেখা করব লুকিয়ে চুরিয়ে
ধরা পড়ব তোমার হাতে, বাড়ি ফিরে হেনস্তা চরম
পাগলী, তোমার সঙ্গে ভ্যাবাচ্যাকা জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে হেস্তনেস্ত কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে পাপবিদ্ধ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধর্মমতে কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে পুজা বেদি জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে মধুমালা কাটাব জীবন।

দোঁহে মিলে টিভি দেখব, হাত দেখাতে যাব জ্যোতিষীকে
একুশটা উপোস থাকবে, ছাব্বিশটা ব্রত উদযাপন
পাগলী, তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে নিজ ফ্ল্যাট কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে শ্যাওড়াফুলি জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে শ্যামনগর কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে রেল রোকো জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে লেট স্লিপ কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে আশাপূর্ণা জীবন কাটাব
আমি কিনব ফুল, তুমি ঘর সাজাবে যাবজ্জীবন
পাগলী, তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে জয় কিষান কাটাব জীবন।

সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা
হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন
পাগলী, তোমার সঙ্গে ব্রক্ষ্মচারী জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে আদম ইভ কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে রামরাজ্য জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে ছাল চামড়া জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাব জীবন।

এর গায়ে কনুই মারব রাস্তা করব ওকে ধাক্কা দিয়ে
এটা ভাঙলে ওটা গড়ব, ঢেউ খেলব দু দশ কদম
পাগলী, তোমার সঙ্গে ধুলোঝড় জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ‘ভোর ভয়োঁ’ কাটাব জীবন।

তুমি ৯৮ সালে সিক্সে পড়তে? তারমানে আমরা দু'জন প্রায় সমবয়সী।  Smile
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Bumba_1 - 01-12-2022, 09:29 AM



Users browsing this thread: 60 Guest(s)