01-12-2022, 09:27 AM
(01-12-2022, 12:22 AM)nextpage Wrote: আহা দাদা আজ যে শিক্ষকের ভুমিকা নিয়ে নিলে।
এতো সুন্দর একখানা ক্লাস নিলে যে এখন মনে হচ্ছে আগে কিছুই জানতাম না বিষয়টা সম্পর্কে আজ যেন জ্ঞান ভান্ডারের দেখা পেলাম। প্রেম কাম ভালোবাসা চাহিদা সব এক সূত্রে গাঁথা তবে কে কার আগে আসবে বা কে কার পরে এসে পূর্ণতা দিবে সেটাই দেখার বিষয়। তবে এতো ভারী ভারী কথা ছোট্ট হিয়ার মাথায় তো ঢুকলো না তবে মনে যে দাগ কেটেছে সেটা বুঝাই যাচ্ছে।
মস্তিষ্ক যতই জানুক প্রিয় আমারে ভালোবাসে তবে মাঝে মাঝে অবুঝ হয়ে যাওয়া মন প্রিয়র মুখ থেকেই শুনতে চায় একবার নয় বারবার। আজ যে সেটার মিলন দেখলাম।
একজোড়া চোখ হিয়ার পিছু করছে! রণিতার লোক নয় তো? কিছু হলে কিন্তু কাউকে ছাড়বো না। হিয়া কেউ হারালে গোগোলের ভেতরের আগ্নেয়গিরি কিন্তু সব ধ্বংস করে দিয়ে যাবে।
এই রূপসা তো সেই রূপসা!
এখনো বুঝতে পারলাম না সন্দ্বীপ এর সমস্যা টি গোগোলের সাথে?? মাঝখানে বৃহৎ একটা অংশ জানা না গেলে সেটা বুঝা যাবে না।
গোগোল ওখানে পৌঁছালো কি করে?? আর লোকটাই বা কে? হারাধনের ছেলেদের সাঙ্গপাঙ্গ?
এই পর্বটি যে তোমার ভালো লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ।
হিয়াকে কার একজোড়া চোখ অনুসরণ করছে সেটা না হয় পরের পর্বের জন্যই তোলা থাক।
অবশ্যই এই রূপসা সেই রূপসা .. ওর পুরো ঠিকুজি-কুষ্ঠি দিয়ে দিয়েছি তো।
প্রেম এবং প্রেমিকা .. এই দুটি শব্দ ভীষণ সংবেদনশীল। কেউ যখন জানতে পারে তার বাগদত্তা অন্য কারোর প্রেমিকা এবং তারা পরস্পরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার উপর সেই ব্যক্তিটি যদি তার পূর্ব পরিচিত বলা ভালো বন্ধু হয় .. সেক্ষেত্রে, সে তো তার প্রতিদ্বন্দ্বী হবেই।
থ্যাঙ্ক ইউ অ্যান্ড হ্যাটস অফ টু ইউ অনির্বাণ এন্ড কোং সিনিয়ার ইন্সপেক্টর গোস্বামীর এই উক্তিতেই স্পষ্ট গোগোল ওখানে পৌঁছালো কি করে। কাঞ্চন, মধু, রাজু, সুবীর ইত্যাদি ইত্যাদি ছেলেদের নিয়ে গোগোলের যে টিম আছে .. তারা যে আগে থেকেই ড্রাগ পাচারের খবর পেয়ে লোকটিকে ফলো করছিলো এর একটা আভাস সুবীরের উক্তিতে দেওয়া আছে লেখার মধ্যে।