01-12-2022, 08:48 AM
শুনেছি বিপ্লবীরা নাকি আদতে কবি । কোনো এক অনির্দেশ্য-বেদনার ক্ষ্যাপা-সুরে সুর-তাল-ছন্দ মেলানো - ক্রান্তদর্শী । যীশু , চে গেভারা , মাওজেদং , নজরুল , শ্রীচৈতন্য... - আরোও কতো কতোজন । - সে বিপ্লব ছিলো সমাজ রাষ্ট্র ধর্মকেন্দ্রিক । . . . . এখন বুঝলাম ''কবি'' তিনি-ও - ঈরো-সাহিত্য বিপ্লবী ''যিনি'' । - সালাম ।