01-12-2022, 01:13 AM
এখনো অনেক বাকি ছবি মাত্র শুরু হয়েছে । অসাধারণ ভাবে কাম আর ভালোবাসার ব্যাখ্যা দিলা । গোগোল আর হিয়া প্রথম প্রমঘন চুম্বন সাথে হিয়াকে বুঝানো এক কথাই দারুণ। আমাদের সমাজে এমন অনেক কীট আছে যারা রাস্তার পাগলকেও ভোগের বস্তু ভাবে, বাস্তবে দেখেছি , আমি ওখন তবলা শিখতাম মিউজিক কলেজে সন 1998 হবে ক্লাস 6 এ পড়ি মিউজিক কলেজের সামনে এক নগ্ন বছর 25/30 পাগলি বসে থাকতো যদিও ভয়ে তার দিকে তাকাতাম না। সরকার থেকে অনেক বার ওকে মানসিক রোগের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ও বারবার সেখান থেকে পালিয়ে এসেছিল। একদিন কলেজে সামনে দেখলাম ওবসে আছে আর ওর পেট ভীষন ভাবে ফুলে আছে। দিন যায় মাস যায় তার পেট ফুলতে থাকলো তারপর সরকার থেকে ডেলিভারির সময় হসপিটাল ভর্তি করা হয়। মিউজিক কলেজের কাছাকাছি সরকারি হাসপাতাল আর হাসপাতালের কাছাকাছি আমার কলেজ ছিল তাই সব দেখতাম আশা যাওয়ার সময়। ওর একটা ফুটফুটে ছেলে হয়। সরকার থেকে বাচ্চাটাকে সরকারি হোমে দিয়ে দেয় তার পর ।
এখন প্রশ্ন হচ্ছে ঐ পাগলির বাচ্চার বাবা কে ছিল????
পাগলের কাহিনীর এখানেই শেষ নয় তার আরেকটা বাচ্চা হয়ে ছিল ও নগ্ন হয়ে পুরু শহর ঘুরে বেড়াতো ঐ সাত মাসের গর্ভবতী অবস্থায়। দেখতাম কত হায়নার চোখ ওর দিকে তাকিয়ে থাকতো।
এখানেও প্রশ্ন পাগলির দ্বিতীয় বাচ্চার বাবা কে?????
এখানেই যদি ঐ পাগলির কাহিনীর শেষ হলে মনে হয় ভালো হতো কিন্তু তারপরে যা হয়েছিল ওর সঙ্গে তা বলতে সত্যিই পারবো না।
আর ইচ্ছা করছে না কিছু বলতে দাদা।
এখন প্রশ্ন হচ্ছে ঐ পাগলির বাচ্চার বাবা কে ছিল????
পাগলের কাহিনীর এখানেই শেষ নয় তার আরেকটা বাচ্চা হয়ে ছিল ও নগ্ন হয়ে পুরু শহর ঘুরে বেড়াতো ঐ সাত মাসের গর্ভবতী অবস্থায়। দেখতাম কত হায়নার চোখ ওর দিকে তাকিয়ে থাকতো।
এখানেও প্রশ্ন পাগলির দ্বিতীয় বাচ্চার বাবা কে?????
এখানেই যদি ঐ পাগলির কাহিনীর শেষ হলে মনে হয় ভালো হতো কিন্তু তারপরে যা হয়েছিল ওর সঙ্গে তা বলতে সত্যিই পারবো না।
আর ইচ্ছা করছে না কিছু বলতে দাদা।
আমাকে আমার মত থাকতে দাও