01-12-2022, 02:33 PM
পর্ব ২
"ম্যাডাম, আপনার হাসবেন্ড, মানে সমীর বাবু একই সঙ্গে আরো অন্য দুজন মহিলার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন ।"
কানু দত্ত ঝানু গোয়েন্দা। একেবারে সোজা সাপটা কথা বলে। এই কারণেই তিনি আই.পি.এস এ জয়েন করেও মন্ত্রি-এম.এল.এ-দের অন্যায় আবদার মানতে পারেননি । সিনিয়ার অফিসারদের মেরুদণ্ডহীন চামচাগিরি সহ্য করতে না পেরে, আই.পি.এসের মুখে ঝামা ঘষে দিয়ে রিজাইন করেছিলেন। বেরিয়ে এসে পেরিমিটার কন্ট্রোলস নামে নিজের প্রাইভেট সিকিউরিটি কোমপানি চালু করেন। আর সেই কোমপানির ইনটেলিজেন্স ডিপার্টমেন্টে তুলসীকে নিয়ে এসেছিল তারই অফিসের কোলিগ-বান্ধবি ইরা ওরাঁও । ইরা তুখোড় মেয়ে। আই.আই.টি.মাড্রাসের সিভিল ইন্জিনিয়ার। যেমন ডিসাইন করে তেমন দু-দুজন বয় ফ্রেন্ডকে নাচিয়ে বেড়ায়। তুলসীর চেয়ে বয়েসে অনেকটাই ছোট সে, বছর দুই হল আই.আই.টি. থেকে পাশ করে তুলসিদের কোমপানিতে ক্যাম্পাস রেকরুট। ছোট করে কাটা চুল, কালো রং, চ্যাপটা নাক, কিন্তু ভিষণ বুদ্ধিদিপ্ত আর চঞ্চল চোখ। জিনস আর হাফ টি-শার্ট পরে, জিম করা হাতের মাসল গুলো দেখা যায়। তুলসীকে দিদির মতো ভালবাসে আবার যত পর্ণভিডিও ওদের দুষ্টু মেয়েদের গ্রুপে পোস্ট করে। তারই পরামর্শে তুলসী কানু দত্তের সার্ভিস নিতে এসেছে।
"দু জন মহিলা ইনভল্ভ্ড। এক রাণু সেন, ৪৫ বছেরের ডিভোর্সি, করপোরেট সেক্টরে নাম আছে। কয়েক বছর হল সমীর বাবুর কোমপানিতে জয়েন করেছেন সিনিয়ার মানেজার হিসাবে। সমীর বাবুর সঙ্গে সব সময়ে টুরে যান। এক হোটেলে থাকেন। এবং তার পরে হোটেলের ঘরে কি করেন সেটা আপনি বুঝে নিন।"
"হমমম... রানু সেনের নাম শুনেছি আমি। খুব একমপ্লিশ্ড মহিলা। আমার মতো এমন মোটা বি.কম. নয়।"
"আরে নিজেকে ওরকম ছোট করবেন না ম্যাডাম। সমীর বাবু ইস কোয়াইট আ রাসকেল। কিন্তু এই ব্যাপারে ওনাকে ধরা খুব শক্ত। মিস সেন খুব স্মার্ট। কোন হার্ড এভিডেন্স নেই আর এমনিতে, অফিসের কাজে দুই কোলিগ একসঙ্গে যেতেই পারে।"
"দাঁড়াও বাছাধন...আজকে বাড়িতে গিয়েই শালার টুঁটি টিপে ধরবো", রাগে ফুঁসে উঠে বলে উঠল তুলসী।
"ওকে...ওকে...বাট তার আগে দ্বিতীয় মহিলার কথা শোনা যাক", পাশ থেকে ইরা বলে ওঠে।
"দ্বিতীয় মহিলার নাম হল স্বাতি ঘোষাল। ফার্স্ট ইয়ার বি.কমের. ছাত্রি আর এসপায়েরিং মডেল। নিজের খর্চা চালাবার জন্যে ফ্রিলান্স এসকর্ট সার্ভিস করে।"
"ওহ! যাকে সোজা কথায় বলে কল-গার্ল।", ইরা বলে উঠল।
"হ্যাঁ সেক্স-ফর-মানি । তবে ম্যাডাম আমার কেন জানি না মনে হয় যে স্বাতির সঙ্গে সমীরের বোধহয় কিছুটা কিংকি বা নন-ন্য়াচারেল সেক্সুয়াল রিলেশন থাকতে পারে।"
"ওহ আই সি! তবে কি সাডো-ম্যাসোকিস্ম? মানে সমীরকে কি স্বাতি ন্যাংটো করে চাবুক লাগায়?",
"হাঁ আর এইখানেই আমারা একটু ধোঁয়াশায় রয়েছি। আমাদের ট্রাডিশনাল পদ্ধতিতে আর কিছু খবর বার করতে পারছিনা.. ", কানু দত্ত বলে উঠলেন ।
"ট্রাডিশনাল পদ্ধতিতে নয়, তার মানে নিশ্চয় নন-ট্রাডিশনাল কিছু ভেবেছেন আপনি।", তুলসী বলে উঠল।
"হ্যাঁ ভেবেছি", তুলসীর দিকে তাকিয়ে বলে উঠলেন কানু দত্ত, তারপর আবার বললেন, "তার জন্যে আমাদের সাইবার-সেলের সাহাজ্য নিতে হবে।"
"পুলিসের সাইবার-সেল?", তুলসী বলে উঠল।
"আরে না না। ওসবের চাইতে আমাদের কাছে আরও মোক্ষম অস্ত্র আছে...আর সেটা হল আমাদের তুখোড় হ্যাকার - 'কেটুমি'। তার কাছে এসব নাকের নস্যি।"
"কেটুমি? সে আবার কে?" ভ্রু কুঁচকে প্রশ্ন করে উঠল তুলসী আর তার সেটা শুনে কানু গোয়েন্দা হোহো করে হেসে উঠলেন। "কেটুমি অর্থাৎ কৃষ্ণকিশোর মিত্র - কে.২.মি. আমাদের জেন-Y স্টাফ। ও আবার আমাদের বুড়োদের মতো দশটা-পাঁচটা অফিসে আসে না। বেশির ভাগ সময়ে ওয়ার্ক-ফ্রম-হোম করে।"
"তাহলে কেটুমির সঙ্গে কি করে দেখা হবে?", তুলসী বলে উঠল।