30-11-2022, 09:57 PM
(30-11-2022, 09:42 PM)Bumba_1 Wrote:
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ আমার উপন্যাসের এই পর্বটি যে তোমার ভালো লেগেছে তার জন্য আমি যৎপরোনাস্তি আপ্লুত।
কিন্তু হিয়া কি নতুন কোনো বিপদে? ওর যেন কিচ্ছুটি না হয়। তাহলে যে কারো একজনের ভিতরের সেই দানব দখল করবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর তারপরে ধ্বংসলীলা চলবে!! তোমার আমার বন্ধুত্ব এবং মধুর সম্পর্কের কথা মাথায় রেখেই বলছি .. এই উক্তির মধ্যে একজন লেখকের প্রতি একজন পাঠকের একটা প্রচ্ছন্ন হুমকির আভাস পেলাম এর উত্তরে আমি এখনই কিছু বলতে পারছি না .. দেখা যাক কি হয় ভবিষ্যতে।
আরে নানা এই হুমকি আমার নয় হে লেখক। যদিও দৃঢ় ভাবে তাও বা বলি কিকরে
উল্লেখিত ওই লাইনের মধ্যে যে ব্যাক্তির কথা বলেছি তিনি হলেন যার একই অঙ্গে দুই রূপ বর্তমান। আমি এটাই বলতে চেয়েছি যেন ওই দ্বিতীয় রূপ সম্পূর্ণ নিয়ন্ত্রণ না নিয়ে নেয় দেহের। নইলে ভয়ঙ্কর হয়ে উঠবে সেই পুরুষ যার প্রাণ লুকিয়ে দুই নারীর অন্তরে। এক তার মা আরেক হলো প্রেমিকা।
বাকি তো লেখকের কেরামতি।