30-11-2022, 09:42 PM
(30-11-2022, 09:31 PM)Baban Wrote: উফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ এই পর্ব পড়ে রীতিমতো ঘেমে উঠতে হলো হালকা। শুধুই শরীরী উত্তেজনায় এমন হয়না, লেখনীর জাদুতে প্রেমের পবিত্র বহিঃপ্রকাশও আগুন ধরায় বুকে। আমাদের গোগোলুয়া যা খেল দেখালো আজকে উফফফফফ! ওদিকে হিয়াকে যা সব বললো ওই ছেলে। একই মস্তিষ্কে তার যেমন দানব রূপ লুকিয়ে, তেমনি লুকিয়ে ভালোবাসার কাঙাল এক বালক। হিয়া আর গোগোলের ওই তুই থেকে তুমির মুহুর্তটা কে স্যালুট ♥️
কিন্তু হিয়া কি নতুন কোনো বিপদে? ওর যেন কিচ্ছুটি না হয়। তাহলে যে কারো একজনের ভিতরের সেই দানব দখল করবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর তারপরে ধ্বংসলীলা চলবে!!
সন্দীপ বাবু যে সর্বগুনসম্পন্ন আজ টের পেলাম। ছেলে আর কুচুমনা নেই যে। পুরো বড়ো হয়ে গেছে। পায়ের মাঝের অঙ্গ বড়ো হতে হতে মাথা পর্যন্ত পৌঁছে গেছে। শ্রদ্ধা আরও বেড়ে গেলো।
আর শেষে গোগোলের কেরামতি পুরো চুমু
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ আমার উপন্যাসের এই পর্বটি যে তোমার ভালো লেগেছে তার জন্য আমি যৎপরোনাস্তি আপ্লুত।
কিন্তু হিয়া কি নতুন কোনো বিপদে? ওর যেন কিচ্ছুটি না হয়। তাহলে যে কারো একজনের ভিতরের সেই দানব দখল করবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর তারপরে ধ্বংসলীলা চলবে!! তোমার আমার বন্ধুত্ব এবং মধুর সম্পর্কের কথা মাথায় রেখেই বলছি .. এই উক্তির মধ্যে একজন লেখকের প্রতি একজন পাঠকের একটা প্রচ্ছন্ন হুমকির আভাস পেলাম এর উত্তরে আমি এখনই কিছু বলতে পারছি না .. দেখা যাক কি হয় ভবিষ্যতে।